আপনার চেষ্টা আপনার সফলতা

 নিজেকে আপডেট করুন, সময়ের সাথে চলুন 

পাশাপাশি নতুন কিছু জানার জন্য চেষ্টা করুন, গাইটলাইন হিসাবে ইউটিউব তো আছেই , 

তারপরেও তো সবাই সব কিছু জানে না , আপনি জানলেন, জানা থাকলে তো আর কিছু অপরাধ না । যখন প্রয়োজন তখন কাজে লাগালেন, কারন সমস্যা যে কোন সময় হতে পারে , তখন হয়তো আপনি শুধু  না বুঝার  কারনে বা না জানার কারনে কিছুই করেত পারছেন না ।তখন হাতের কাছে তেমন কাউকে পেলেনও না তখন তো সমস্যার সমাধান করতে পারবেন না, তাই নতুন কিছু জানুন , নিজেকে আপডেট করুন । নিজের উপরে বিশ্বাস রাখুন ।  কোন একটি লাইন ধরে  নিজেকে তৈরি করুন। আর সব কিছু জানতে হবে ।  মনে রাখবেন, যত জানবেন তত শিখবেন ও বুঝবেন । এর পরেও যদি কিছু লাগে তবে অভিজ্ঞদের কাছে যান । 

আর আমি তো আছি আপনাদের সাথে । নতুন কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের জন্য।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন