উইন্ডোজ ১১-তে ‘ট্যাবলেট-বান্ধব’ টাস্কবার আনছে মাইক্রোসফট

ছবি


পুরো টাস্কবার সামনে আনতে উপরে সোয়াইপ করলেই উইজেট, স্টার্ট বাটন, সার্চ এবং অ্যাপের আইকন পূর্ণ আকৃতিতে পর্দায় চলে আসবে; ফলে, আইকনগুলোর ব্যবহার হবে সহজ।  

টাস্কবারের নতুন পরিবর্তগুলোর পাশাপাশি মাইক্রোসফট উইন্ডোজ ১১’র উইজেটের কাজের ধরনেও শিগগিরই খুঁটিনাটি পরিবর্তন আনবে বলে জানিয়েছে ভার্জ। নতুন পরিবর্তনগুলো নিয়ে তথ্য মিলছে সম্প্রতি মাইক্রোসফটের ডেভেলপার্স চ্যানেলে আসা পরীক্ষামূলক সংস্করণ থেকে।

“এতে নতুন উইজেট ও খবরের কনটেন্ট আবিষ্কার ও ব্যবহার আপনাদের জন্য আরো সহজ হবে,” ব্যাখ্যা দিয়েছে ‘উইন্ডোজ ইনসাইডার টিম’।


এ ছাড়াও উইন্ডোজ ১১-র জন্য মাইক্রোসফট নতুন ৩৭টি ইমোজি নিয়ে পরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছে ভার্জ। ইমোজি ১৪.০ সংস্করণের মাধ্যমে এগুলো অ্যান্ড্রয়েড, আইওএস এবং অন্যান্য প্ল্যাটফর্মে যোগ হচ্ছে বলে জানিয়েছে সাইটটি।

তবে, ফিচারগুলো শিগগিরই উইন্ডেজ ১১-র মূল সংস্করণে যোগ হচ্ছে না। নতুন ফিচারগুলো নিয়ে আরো পরীক্ষা চালাবে মাইক্রোসফট। ফলে, এগুলো ব্যাপক পরিসরে বাজারে আসতে আরো কয়েক মাস সময় লাগতে পারে।

বাৎসরিক আয়োজনে নতুন ফিচার উন্মোচনের জন্য অপেক্ষা করার বদলে আগামী কয়েক মাসের মধ্যেই উইন্ডোজ ১১’র নতুন ফিচারগুলো বাজারজাত করার কথা জানিয়েছেন মাইক্রোসফটের উইন্ডোজ এবং ডিভাইস প্রধান পানোস পানায়।

“সময়ের সঙ্গে সঙ্গে, বাৎসরিক আপডেট দেওয়ার পাশাপাশি আপনারা আমাদের আরো ঘন ঘন উইন্ডোজ ১১-তে নতুন নতুন ফিচার আনতে দেখবেন,” বলেন পানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন