হোয়াটস অ্যাপ নিয়ে কিছু অজানা কথা (Whatsapps)


১) হোয়াটসঅ্যাপ তাদের মার্কেটিং এর জন্য একটা কানা কড়িও খরচ করেনি।  বরং তারা ডেভেলপমেন্টের দিকে বেশি নজর দেয়।

২) তাদের রয়েছে ১ বিলিয়ন এর উপরে একটিভ ইউজার। যারা ১ দিনে গড়ে প্রায় ২৩ বার অ্যাপটা ওপেন করে থাকে, ৬৫ বিলিয়ন ম্যাসেজ সেন্ড করে, ২০০ মিলিয়ন ভিডিও শেয়ার করে ।

৩) ২০১৮ সালের করা একটি প্রতিবেদন অনুযায়ী হোয়াটসঅ্যাপে মিনিটে ২৯ মিলিয়নেরও বেশি বার ম্যাসেজ সেন্ড করা হয়।

৪) ২০১৪ সালে গুগল হোয়াটসঅ্যাপকে ১০ বিলিয়ন ডলারে কিনতে চেয়েছিল।

৫) সেই একই বছর ফেসবুক প্রায় দ্বিগুণ দামে ১৯ বিলিয়নে হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। যা ছিলো ফেসবুকের সবচেয়ে বেশি দামে কোন কোম্পানিকে কেনা।

৬) টিকটক ফেসবুক ইউটিউবের পর হোয়াটসঅ্যাপই হলো এন্ড্রয়েডের সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ।

৭) কিছু দিন পরে ফেসবুক ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ক্রস প্ল্যাটফর্ম হতে পারে। এর ফলে ইউজাররা ম্যাসেজ আদান প্রদান করতে পারবে।

৮) তারা ২০১৩ সালে ভয়েস মেসেজিং সেবা দেয়া শুরু করে।

এটা ৬০ টিরও বেশি ভাষা সাপোর্ট করে। যা একটি অ্যাপের জন্য মাইলফলক।

৯) তাদের মোট মূল্য নাসার মোট মূল্য এমনকি কিছু দেশের জিডিপির চেয়েও বেশি।

১০) তারা কোন এড দেখায় না বা ইউজারের কাছে চার্জ করে না। তারপরেও বিলিয়ন ডলার ইনকাম করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন