লারাগন এ ডাটাবেজ তৈরি হচ্ছে না কিন্তু কেন ?? সমাধান নিজেই করে নেন ।

 আজ কিছু একটা সমস্যা হচ্ছিলো আমার কাজের, ভেবে দেখলাম  কোন জায়গাতে সমস্যা হচ্ছে, অনেক চেষ্টা করেও পাচ্ছিলাম না এর সমাধান। নেট স্পীট ভাল , যতেষ্ঠ পরিমান ডাটাও আছে, কিন্তু কোন একটা কারনে লারাগন এ ডাটাবেজ তৈরি হচ্ছিলো না, ওয়ার্ডপ্রেস এ যারা কাজ করে তারা লারাগন কি সেটা  ভালো করেই বুঝতে পারবে।  প্রায় চার ঘন্টা ধরে চেষ্টা করছিলাম , কিন্তু হচ্ছিলো না কিছুই । ভেবে দেখলাম ইউটিউবে সার্চ করি দেখি কিছু পাই নাকি , কিন্তু না, এর কোন সমাধান পেলাম না। তার পর খেয়াল করে দেখলাম ভালো করে, আগেও তো এমন হয়েছে, কিন্তু তখন মডেম ছিলো তাই হয়ে যেত, কিন্তু এখন মডেম আছে কিন্তু উইন্ডোজে সাপোর্ট করছে না । কি করি ! --

 আবার ভেবে দেখলাম যেহেতু মডেম এ হয় তার মানে - সিম  লাগবে, আর প্রতিটি সিম কম্পানীর আইপি এ্যাড্রেস আলাদা। তার মানে আমার ব্রডবেন্ডের আইপির কারনে এটা হচ্ছে নাতো?? । >> আমি যে ইন্টারনেট লাইন ব্যবহার করি সেই আইপি কি করে পরিবর্তন করবো? এর সমাধান খুজতে নিজের মাথাকেই কাজে লাগালাম । দেখি ভেবে ভেবে সুন্দর করে একটা ক্লিয়ার কাট সমাধানও পেয়ে গেলাম -- ভিপি এন(VPN) এর কথা তো মাথাতেই আসলো না এতোক্ষন, দিলাম ভিপিএন এ অন্য দেশের সাথে কানেক্ট , এর পর আগের মতো কাজ করে দেখা যাক >> ফলাফল ১০০% কাজ হয়ে গেল। আসলেই নিজের
চেষ্টা ছাড়া কিছুই হয়না , সফলতা পাওয়া যায় না ।





 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন