ডিজিটাল মার্কেটিং কি ও শিখতে চাইলে কী করতে হবে

ডিজিটাল মার্কেটিং বলতে কোন বিশেষ ধরনের মার্কেটিংকে বোঝায়, তা কিন্তু না। এটা সাধারন মার্কেটিং এর মতই। কিন্তু এটা প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং হলো কিছু নির্দিষ্ট অনলাইন কাস্টমারদের উদ্দেশ্যে করা মার্কেটিং। কিছু নির্দিষ্ট পটেনশিয়াল কাস্টমারদের উদ্দেশ্য করে যে অনলাইন মার্কেটিং করা হয় তাকেই ডিজিটাল মার্কেটিং বলে।

DigitalMarketing
Digital Marketing


ডিজিটাল মার্কেটিং এর মাঝে  প্রধান পার্থক্য হলো এই যে, পূর্বে মার্কেটিং করার জন্য় অফলাইন মাধ্যম ব্যবহার করতাম। অর্থাৎ পূর্বে অনলাইনে মার্কেটিং প্রচলন ছিল না। কিন্তু বর্তমান সময়ের ডিজিটাল মার্কেটিং বলতে অনলাইন মার্কেটপ্লেসে মার্কেটিং করাকেই বুঝায়।


ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলি রপ্ত করতে হবে তা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেবাসের মতো করে তুলে ধরছি। এই সিলেবাস অনুসরণ করে এবং সিলাবাস অনুযায়ী গুগল, ইউটিউবে সার্চ দিয়ে সহজে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো শাখা রয়েছে। তার মধ্যে মৌলিক ১০ টা শাখার বিষয়গুলো রপ্ত করতে পারলে আশা করি ভালো কিছু করা যাবে।



1. Digital Marketing Foundation.

2. Components of Digital Marketing.

3. Facebook Marketing tools (Organic).

5. Google Marketing Tools (Organic).

6. Facebook Ads.

7. Monetizationm Through Google, Facebook & YouTube.

8. Content  Marketing.

9. SEO(Search Engine Optimize)

10. Email Marketing.


Digital Marketing Foundation.

এখানে ডিজিটাল মার্কেটিং এর বেসিক বিষয়গুলো জানতে পারবেন। যা যা জানতে হবে- 


  • ডিজিটাল মার্কেটিং বেসিক
  • মার্কেটিং টুল
  • কাস্টমার সাইকোলজি
  • ডিজিটাল মার্কেটিং চ্যানেল
  • ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি
  • মার্কেটিং জরগানসমূহ

Components of Digital Marketing

এখানে কন্টেন্ট রাইটিং ও ভিজ্যুয়াল সম্পর্কে জানতে পারবেন। যা যা জানতে হবে-


  • কন্টেন্ট প্ল্যানিং
  • ভিজ্যুয়াল কন্টেন্ট মেকিং
  • কন্টেন্ট রাইটিং
  • কন্টেন্ট ডিস্ট্রিবিউশন ও প্রমোশন
  • ইম্পেক্ট ম্যাজারমেন্ট অ্যান্ড অপ্টিমাইজেসন

Components of Digital Marketing.


Google Marketing Tools (Organic).

এখানে অর্গানিকভাবে অর্থাৎ টাকা ছাড়া কিভাবে গুগল মার্কেটিং করতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন। যা যা জানতে হবে-


  • গুগল কীভাবে কাজ করে
  • গুগল মাই বিজনেস
  • গুগল ম্যাপ
  • গুগল এনালাইটিক্স
  • গুগল ট্যাগ ম্যানেজার
  • ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার
  • গুগল ডাটা স্টুডিও
  • থিংক উইথ গুগল
  • গুগল ফায়ারবেজ

  • ইউটিউব মার্কেটিং

Facebook Ads

এখানে টাকা দিয়ে কিভাবে ফেসবুক মার্কেটিং করতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন। যা যা জানতে হবে-



  • ফেসবুক এ্যাড এর সাধারণ বিষয়গুলো
  • এড অ্যাকাউন্ট সেটআপ ও নেবিগেশন
  • ক্যাম্পেইন লেভেল নেবিগেশন
  • এড সেট লেভেল নেবিগেশন
  • এড লেভেল নেবিগেশন
  • ফেসবুক এড ক্রিয়েশন
  • এড ইডিটিং
  • এড বিলিং ও পেমেন্ট
  • ফেসবুক পিক্সেল
  • অডিয়েন্স ম্যানেজার
  • ফেসবুক ইভেন্ট ম্যানেজার
  • অন্যান্য

Google Ads


এখানে টাকা দিয়ে কিভাবে গুগল মার্কেটিং করতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন। যা যা জানতে হবে-

  • ফেসবুক এড এর সাধারণ বিষয়গুলো
  • গুগল এডস অ্যাকাউন্ট সেটআপ ও নেবিগেশন
  • সেটিং আপ গুগল এডস
  • বিলিং অ্যান্ড পেমেন্ট ম্যাথড
  • কি-ওয়ার্ড প্ল্যানিং
  • গুগল এডস অডিয়েন্স ম্যানেজার
  • গুগল ডিসপ্লে এড ক্যাম্পেইন
  • গুগল ভিডিও এড ক্যাম্পেইন
  • গুগল সার্চ এড ক্যাম্পেইন
  • গুগল এপ এড ক্যাম্পেইন
  • রিমার্কেটিং
  • অন্যান্য

SEO(Search Engine Optimize)

এখানে অর্গানিকভাবে অর্থাৎ টাকা ছাড়া কিভাবে এসইও মার্কেটিং করতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন। যা যা জানতে হবে-

  • এসইও বেসিক
  • অন পেজ এসইও
  • অফ পেজ এসইও
  • টেকনিক্যাল এসইও
  • লোকাল এসইও


seo marketing


এখন আমার দেয়া সিলেবাস দেখে দেখে উপরোক্ত টপিকগুলো গুগলে ও ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে ফ্রি-তে শিখে নিতে পারবেন ডিজিটাল মার্কেটিং। একদম যা যা লাগবে সবকিছু এই লেখায় তুলে ধরলাম।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন