আমার গুগল ম্যাপ সম্পর্কে জ্ঞান খুবই স্বল্প। তাই জানার আগ্রহ ও প্রবল। প্রশ্নটির উত্তর চাওয়ার আগে থেকে আমি গুগলে সার্চ করে গুগল ম্যাপ সম্পর্কে ইংরেজীর বাংলা তরজমা যতটুকু বুঝেছি তা উত্তর দিচ্ছি।
আমরা হয়তো জানিনা মাসে ১৫৪ মিলিয়নের উপর ব্যবহারকারী গুগল ম্যাপ ব্যবহার করছে। রাস্তায় চলাচলে থেকে নিয়ে দোকানের নাম, ব্যবসা প্রতিষ্ঠাণ, বাসাবাড়ির হোল্ডিং নম্বর পর্যন্ত গুগর ম্যাপে দেখা যায়। তবে ইন্সটেন্ট দেখা যায় না মানে কাজ করে না। যা কাজ করে পূর্বের ধারণকৃত তথ্য।
এখন আসা যাক গুগল ম্যাপ কোথা থেকে কিভাবে তথ্য পায় বা প্রশ্নের মত কীভাবে কাজ করে।
গুগল ম্যাপ উল্লেখযোগ্য তথ্য সংগ্রহ করে বা তথ্যের জন্য নির্ভর করে তার ম্যাপ এর বিষয়বস্তু যোগানদাতার /অংশিদারের উপর।
এইরূপ ৫ রকমের অংশীদারের উপর গুগল ম্যাপ নির্ভরশীল।
*Base Map companions For Geological Maps:
বেইজ ম্যাপ পার্টনার প্রোগ্রাম মার্কিন যুক্তরাষ্টের বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে ভেক্টর ডাটা সংগ্রহ করে, যেমনঃ বন, জাতীয় উদ্যান, রেলওয়ে ও ভূতাত্ত্বীক জরিপ সেবাদানকারী প্রতিষ্ঠান ইত্যাদি।
*Imagery partners For Aerial views:
সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠাণ দ্বারা নিয়ন্ত্রিত উপগ্রহ ও বিমান থেকে হাই রেজুলেশনের চিত্র সংগ্রহ করে গুগল ম্যাপ ও গুগল আর্থে যোগান দেয়। আরেকটি বিষয় জানি গুগলের কোনো নিজস্ব সেটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নাই তারা থার্ড পার্টি বা পার্টনারসিপে অর্থ যোগান দেয়।
* Transit companions:
সরকারী পরিবহন প্ল্যালানিং টুল- এটা গুগল ম্যাপকে বিভিন্ন আধুনিক প্রযুক্তির রাইড শেয়ারিং এ লোকেশন, সময় ও পরিবহন ভাড়ার পরিকল্পনা করে। সরকারী বাস, ট্রেন ইত্যাদিও এর অন্তর্ভুক্ত। এমনকি উবারের মত ব্যাক্তি মালিকানাধীন কোম্পানিগুলো। বর্তমানে অন লাইন বিক্তিক আনেক ব্যবসায়ী প্রতিষ্টানকে ও গুগল ম্যাপ সেবা দিচ্ছে। এই জন্য রেজিষ্ট্রশনের সময় লোকেশন চাওয়া হয়।
Man or woman partners:
গুগল স্মার্ট ফোন থেকে তার অ্যাপের মাধ্যমে লোকেশন, সঠিক সময়, দূরত্ব, রাস্তা, রাস্তার যানজট, বিকল্প রাস্তা বিশ্লেষণ করে তার ব্যবহারকারীদের তথ্য দেয়।
* Google My business:
মাই বিজিনেসে নিবন্ধন করতে গুগল ম্যাপে বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপনগুলোতে কার্যকর ঠিকানা অন্তর্ভুক্ত থাকে। ঠিকানাগুলো প্রতিদিন হালনাগাদ করে ও ব্যবহারকারীর তাৎখনিক চাহিদা নিশ্চিত করে।
ইহাছাড়া ও গুগল তার নিজস্ব যানবাহন দিয়ে বিভিন্ন স্থানে টহল দেয়। ফলে পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত রাস্তা, এলাকাগুলো ও আবাসিক ভবনের চিত্র ডিজিটাল ক্যামেরায় বৃত্তাকারে ধারণ করে ব্যবহারকারীকে তথ্য প্রদান করে। এইভাবে গুগল ম্যাপ কাজ করে।
ধন্যবাদ।
Tags:
প্রযুক্তি ডেক্স