আমরা সবাই ফেসবুক ব্যবহার করি,কারো একটি একাউন্ট আছে কারো একের অধিক।কেননা সময়ের সঙ্গে সঙ্গে আমরা অনেক গুলো একাউন্ট বানিয়ে ফেলি আর যখন পুরাতন কোনো Facebook ID ওপেন করতে যায় তখন আমাদের ইমেইল বা পাসওয়ার্ড মনে থাকে না।এই সমস্যাটা অনেকেই ফেস করেন,তাই এই সমস্যা নিয়ে আমি একটি আর্টিকেল লিখেছি, কিভাবে আপনি ফেসবুক আইডি রিকভার করবেন জিমেইল ফোন নম্বর বা পাসওয়ার্ড ছাড়া।
ফেসবুক আইডি রিকভার:-আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি কারো একটি একাউন্ট কারো একের অধিক।সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই একের অধিক একাউন্ট বানিয়ে ফেলে।
এখানে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব সেটা খুলে জনার চেষ্টা করবো। আরেকটা কথা বলেরাখি অনেক সময় দেখা যায় অনেকেই পাসওয়ার্ড ভুলে যায়,
আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কে খুজে বার করুন অন্য কারো ফেসবুক একাউন্ট থেকে সে আপনার বন্ধুর id থেকে হোক বা পরিবারের কোনো সদস্যের।
Seenshot |
শুধু অন্য একটি ফেসবুক একাউন্ট থেকে আপনার সেই আইডিটি সার্চ করুন যে একাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড ভুলে গেছেন।
ঠিক উপরে ছবিতে যেমন আমি Sabina Khtun কে সার্চ করেছি।সেইভাবে আপনার আইডি কে সার্চ করে বার করুন,তারপর একাউন্ট খুজে পেলে সেই একাউন্ট টি ওপেন করুন।
২য় – একাউন্টের identity বা ইউসার নাম Copy করুন::-
আপনার একাউন্ট ওপেন হলেই আপনার নাম এ ক্লিক করুন।এবার আপনার ওই ফেসবুক আইডির ইউসার নাম টি কপি করেনিন।সাধারণত ১৫ ডিজিটের নম্বর হয় যদি আপনি কোনো ইউসার নাম না দিয়ে থাকেন।আর ইউসার নাম দিয়ে থাকলে সেখানে নাম দেখতে পাবেন।যেমন ছবিতে দেওয়া ১৫ ডিজিট নম্বর দেখতে পাচ্ছেন ওই টা এই একাউন্টের ইউসার identification,সেই ভাবে আপনার আইডির ইউসার id , দেখুন “id=” পর ১৫ ডিজিট আপনার username এই ১৫ ডিজিট নম্বর আপনার ইউসার নাম।
হয়তো ওখানে নম্বর নাও থাকতে পারে,তাহলে নাম দেখতে পাবেন যেমন-(sabina#khatun, sabina123) এই রকম কোনো username দেখতে পাবেন।ওই username বা ১৫ ডিজিট নম্বর টা reproduction করেনিন।
৩য় - ইউসার নাম দিয়ে ফেসবুক লগইন করুন
ইউসার নাম বা ১৫ ডিজিট নম্বর কপি করে নেওয়ার পর বর্তমান ফেসবুক আইডি থেকে logout করেনিন।
এবার ওই ১৫ ডিজিট নম্বর বা ইউসার নাম দিয়ে লগইন করুন।মানে “E-mail or Phone” এর জায়গায় ইউসার নাম টি পেস্ট করুন পাসওয়ার্ড ফাকা ছেড়ে লগইন এ ক্লিক করুন।
৪র্থ - ক্লিক forgotten password
এবার আপনার একাউন্ট টি ওপেন হবে এখানে পাসওয়ার্ড চাইবে লগইন করতে,কিন্তু যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই তাই “forgotten password” ক্লিক করুন।
৫ম - Reset Your Password
একটি নুতুন পেজে চলেযাবেন যেখানে আপনি পাসওয়ার্ড রিসেট বা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
কেননা এখানে আপনার ফেসবুক একাউন্টের মেইল আইডির প্রথম ও শেষ লেটার দেখতে পাবেন এবং ফোন নম্বর দেওয়া থাকলে ২ একটা নম্বর দেখতে পাবেন,হয়তো এই দেখে আপনার মনে পড়তে পারে facebook id তে কোন ফোন নম্বর বা মেইল দেওয়া ছিল যদি সেই মেইল id বা cellphone নম্বর চালু থাকে এবং আপনার কাছে মজুত রয়েছে তাহলে preserve করে পাসওয়ার্ড রিসেট (পরিবর্তন)করেনিন।
আর যদি আপনার কোনো কিছু মনে না থাকে তাহলে “now not get right of entry to these“ এ ক্লিক করুন।
এখানে একটা কথা বলে রাখি, ছবিতে যে একাউন্টের এক্সেম্পল দিচ্ছি সেখানে শুধু ইমেইল দেওয়া ছিল (b*****3@gmail.com) তাই Only ইমেইল দেখাচ্ছে,কিন্তু আপনার phone number দেওয়া থাকলে সেটাও দেখাবে অথবা শুধু ফোন নম্বর দেওয়া থাকলে মেইল দেখাবে না।
hmm nice
উত্তরমুছুন