কিভাবে ফেসবুক আইডি রিকোভার করবেন ইমেইল ও পাসওয়ার্ড ছাড়া?

 আমরা সবাই ফেসবুক ব্যবহার করি,কারো একটি একাউন্ট আছে কারো একের অধিক।কেননা সময়ের সঙ্গে সঙ্গে আমরা অনেক গুলো একাউন্ট বানিয়ে ফেলি আর যখন পুরাতন কোনো Facebook ID ওপেন করতে যায় তখন আমাদের ইমেইল বা পাসওয়ার্ড মনে থাকে না।এই সমস্যাটা অনেকেই ফেস করেন,তাই এই সমস্যা নিয়ে আমি একটি আর্টিকেল লিখেছি, কিভাবে আপনি ফেসবুক আইডি রিকভার করবেন জিমেইল ফোন নম্বর বা পাসওয়ার্ড ছাড়া।


ফেসবুক আইডি রিকভার:-আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি কারো একটি একাউন্ট কারো একের অধিক।সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই একের অধিক একাউন্ট বানিয়ে ফেলে।





এখানে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব সেটা খুলে জনার চেষ্টা করবো। আরেকটা কথা বলেরাখি অনেক সময় দেখা যায় অনেকেই পাসওয়ার্ড ভুলে যায়,


সেক্ষত্রে পাসওয়ার্ড রিসেট করা খুব সহজ শুধু “forgot password” করলেই একাউন্ট এ আবার লগইন করতে পারবেন।
প্রথমেই বলেরাখি আমি যে প্রসেস ফলো করে একাউন্ট রিকভার করবো সেটিতে কোনো faux id রিকভার হবে না।

এখানে ফেসবুক goverment id দ্বারা আপনার একাউন্ট কে ভেরিফাই করবে।তাই কোনো faux identification রিকভার করা অসম্ভব।

যাইহোক,এখানে যে যে স্টেপ গুলো নিচে বলবো সেগুলিকে ঠিক ভাবে ফলো করুন একটাও স্টেপ মিস করবেন না—


১ম  – অন্য ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজের identity সার্চ করুন


আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কে খুজে বার করুন অন্য কারো ফেসবুক একাউন্ট থেকে সে আপনার বন্ধুর id থেকে হোক বা পরিবারের কোনো সদস্যের।


Seenshot

শুধু অন্য একটি ফেসবুক একাউন্ট থেকে আপনার সেই আইডিটি সার্চ করুন যে একাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড ভুলে গেছেন।


ঠিক উপরে ছবিতে যেমন আমি Sabina Khtun কে সার্চ করেছি।সেইভাবে আপনার আইডি কে সার্চ করে বার করুন,তারপর একাউন্ট খুজে পেলে সেই একাউন্ট টি ওপেন করুন।



২য় – একাউন্টের identity বা ইউসার নাম Copy করুন::-




আপনার একাউন্ট ওপেন হলেই আপনার নাম এ ক্লিক করুন।এবার আপনার ওই ফেসবুক আইডির ইউসার নাম টি কপি করেনিন।সাধারণত ১৫ ডিজিটের নম্বর হয় যদি আপনি কোনো ইউসার নাম না দিয়ে থাকেন।আর ইউসার নাম দিয়ে থাকলে সেখানে নাম দেখতে পাবেন।যেমন ছবিতে দেওয়া ১৫ ডিজিট নম্বর দেখতে পাচ্ছেন ওই টা এই একাউন্টের ইউসার identification,সেই ভাবে আপনার আইডির ইউসার id , দেখুন “id=” পর ১৫ ডিজিট আপনার username এই ১৫ ডিজিট নম্বর আপনার ইউসার নাম।

হয়তো ওখানে নম্বর নাও থাকতে পারে,তাহলে নাম দেখতে পাবেন যেমন-(sabina#khatun, sabina123) এই রকম কোনো username দেখতে পাবেন।ওই username বা ১৫ ডিজিট নম্বর টা reproduction করেনিন।





৩য় - ইউসার নাম দিয়ে ফেসবুক লগইন করুন




ইউসার নাম বা ১৫ ডিজিট নম্বর কপি করে নেওয়ার পর বর্তমান ফেসবুক আইডি থেকে logout করেনিন। 
এবার ওই ১৫ ডিজিট নম্বর বা ইউসার নাম দিয়ে লগইন করুন।মানে “E-mail or Phone” এর জায়গায় ইউসার নাম টি পেস্ট করুন পাসওয়ার্ড ফাকা ছেড়ে লগইন এ ক্লিক করুন।



৪র্থ - ক্লিক forgotten password


এবার আপনার একাউন্ট টি ওপেন হবে এখানে পাসওয়ার্ড চাইবে লগইন করতে,কিন্তু যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই তাই “forgotten password” ক্লিক করুন।

৫ম - Reset Your Password

একটি নুতুন পেজে চলেযাবেন যেখানে আপনি পাসওয়ার্ড রিসেট বা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
কেননা এখানে আপনার ফেসবুক একাউন্টের মেইল আইডির প্রথম ও শেষ লেটার দেখতে পাবেন এবং ফোন নম্বর দেওয়া থাকলে ২ একটা নম্বর দেখতে পাবেন,হয়তো এই দেখে আপনার মনে পড়তে পারে facebook id তে কোন ফোন নম্বর বা মেইল দেওয়া ছিল যদি সেই মেইল id বা cellphone নম্বর চালু  থাকে এবং আপনার কাছে মজুত রয়েছে তাহলে preserve করে পাসওয়ার্ড রিসেট (পরিবর্তন)করেনিন।
আর যদি আপনার কোনো কিছু মনে না থাকে তাহলে “now not get right of entry to these“ এ ক্লিক করুন।




এখানে একটা কথা বলে রাখি, ছবিতে যে একাউন্টের এক্সেম্পল দিচ্ছি সেখানে শুধু ইমেইল দেওয়া ছিল (b*****3@gmail.com) তাই Only ইমেইল দেখাচ্ছে,কিন্তু আপনার phone number দেওয়া থাকলে সেটাও দেখাবে অথবা শুধু ফোন নম্বর দেওয়া থাকলে মেইল দেখাবে না।


৬ষ্ঠ- Next – i can not get entry to my E-mail account


 আপনাকে দ্বিতীয় বার login করার জন্য বলবে,কিন্তু যেহুতু ইমেইল মনে নেয় তাই "i can not access my E-mail account" অপশন এ ক্লিক করুন



  



7- নতুন e-mail তৈরী করুন


নতুন পেজ খুলে যাবে যেখানে আপনি  অন্য একটা email একাউন্ট দিয়ে দিন যেটা আপনার মনে আছে ও মজুত রয়েছে। আর হ্যা, এখানে কনফ্রম করার জন্য ২য় বার মেইল টি লিখুন।তারপর Continue করুন।




নতুন ইমেইল সাবমিট করা হয়েগেল,এবার ফেসবুক আপনার আইডি কে ভেরিফাই করবে তারজন্য আপনাকে গভর্মেন্ট আইডি ফটোকপি আপলোড করতে হবে।


প্রথমে আপনার আইডি কোন দেশের সেটা সিলেক্ট করুন-আমার identity বাংলাদেশ থেকে জারি (issued)তাই আমি বাংলাদেশ সিলেক্ট করেছি আপনারা নিজের দেশ বেছে নিন তারপর keep এ ক্লিক করুন।





৮ম - গভর্মেন্ট id সাবমিট করুন

এবার একটা ছোটো ফর্ম দেখতে পাবেন যেটা আপনাকে পূরণ করতে হবে।ফর্মে  আপনার নাম,প্রোফাইল লিংক,ফোন নম্বর ইত্যাদি পূরণ করতে হবে। আমি বিস্তারিত বলে দেব কিভাবে ফর্ম টি পূরণ করবেন।




Full Name -আপনার পুরো নাম টা দিন যেমন গভর্মেন্ট id এবং ফেসবুক id তে আছে।

link(url) to your timeline – আপনার একাউন্ট এর tmeline লিংক দিতে হবে সেটা কিভাবে করবেন বলে দিচ্ছি।
আপনি ফ্রেন্ড বা ফ্যামিলির fb একাউন্ট টি পুনরায় ওপেন করুন একটি নুতুন ট্যাবে, এবার আগে যেভাবে ১৫ ডিজিট username কপি করেছিলেন এবার পুরো লিংক টা কপি করুন,তারপর ফর্মে পেস্ট করেদিন।






Choose your issue - এখানে 4th অপশন টি সিলেক্ট করুন ”i have lost entire get right of entry to to this telephone range”.



Countery code- কান্ট্রি কোড দিন নিজের দেশের যেমন:- বাংলাদেশ +88 .

Describe your trouble -  এখানে আপনার সমস্যাটি সংক্ষিপ্ত বর্ণনা করতে হবে তাই এখানে লিখুন- i have lost my phone number and email id both. please Check my new e-mail id as i have mentioned and Send recovery link on that.

Select file এখানে আপনার কোনো গভর্মেন্ট আইডির ছবি আপলোড করুন যেমন বাংলাদেশে  (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেঞ্জ,ভোটার কার্ড ) ইত্যাদি। সব কিছু ঠিক ঠাক করে নেওয়ার পর নিচে Send করেদিন।


৯ম  - fb id recover link (পুনরুদ্ধার)


ফর্ম ফিলআপ করার পর ফেসবুক আপনার একাউন্ট কে ভেরিফাই করে ২৪ ঘন্টার মধ্যে আপনার দেওয়া নুতুন মেইল ID তে একটি মেইল পাঠাবে।সেই মেইল টি ওপেন করুন সেখানে একটি লিংক দেখতে পাবেন এই লিংক টিতে ক্লিক করুন।মনেরাখবেন,এই লিংক ৭ দিন ভ্যালিড থাকবে,তার আগে এই লিংক টি ওপেন করেনিবেন।




১০ম - choose a new পাসওয়ার্ড


লিংক এ ক্লিক করলে দেখতে পাবেন নিউ পাসওয়ার্ড চাইছে,আপনি পছন্দের মতো পাসওয়ার্ড দিয়ে facebook id রিকভার করে নিন।






congratulations আপনার ফেসবুক একাউন্ট রিকভার হয়ে গেছে এবার আপনি এই একাউন্ট আবার আগের মতো ব্যবহার করতে পারবেন।


শেষ কথা,

বন্ধুরা উপরে যে প্রসেস নিয়ে কথা বললাম তাতে ১০০% রিকভারি হবে তার কোনো গেরান্টি নেই,এটা সম্পর্ণ ফেসবুক এর উপর নির্ভর করে।

তবুও এই পদ্ধতি দিয়ে হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কে রিকভার করতে দেখেছি।

ফেসবুক আইডি রিকভার করার যতগুলো পন্থা আছে এটাই বেস্ট যেটা আমার মনে হয়।

যাইহোক,উপরে আমি যেভাবে স্টেপ বায় স্টেপ বলেছি সেই ভাবে করে দেখুন আশা করি আপনার আইডি রিকোভার হয়ে যাবে।

কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না।ধন্যবাদ



1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন