আপনার যদি হ্যাকিং শিখার ইচ্ছে হয় আপনার কি কি করা উচিত

এই যে আপনার ইচ্ছে শক্তি আছে এটা হলেই হবে। আপনার হাতে তো স্মার্ট ফোন আছে সেটাই হবে আপনার শিখার প্রথম ধাপ। এর জন্য আপনার ধৈর্য ও মনোযোগ লাগবে।  আর কিছু না ।  বাকিটা আপনি পেয়ে যাবেন।  খুঁজে বের করা সেটা শুধু আপনার কাছে।  ❤️⏩ যদি আপনি টেকনোলজি সম্পর্কে জানেন তবে আমাকে আর বলে দিতে হবে না কোথায় খুজবেন 🌎 তবে এটুকুই বলতে পারি আপনি হুট করে কিছু করতে পারবেন
না।  আপনাকে ধীরে ধীরে এগুতে হবে।

Hacking


কি কি লাগবে এই জন্য আমার?

আমি আগেই বলেছি, আপনি যেটা সবচেয়ে বড় জিনিস ইচ্ছে শক্তি, মনোযোগ ও ধৈর্য্য।  এর বাহিরে যা যা আপনার জানা দরকার সেসব নিয়েই আজকের বিষয়। 

১। পোগ্রামিং ল্যাংগুয়েজ এর উপর প্রাথমিক ধারণা যেমন - Html5, CSS3, JavaScript,C++,Python3 ইত্যাদি। আর একটা বিষয় ভালো ভাবে জানতে হয় তা হলো - কম্পিউটার সিস্টেম ভালো করে বুঝতে হয়। 

২। নিয়মিত ভাবে প্রেক্টিস করা ও বার বার ট্রাই করা। সব সময় আপডেট থাকা। বা নতুন কিছু শিখা। 


এখানে একটা কথা আপনাকে বলে রাখা ভালো - কিছু দিন শিখার পর যখন দেখবেন আর ভালো লাগছে না, তখন আপনার উচিৎ হবে নিজেকে সেখান থেকে সাময়িক ভাবে কিছু দিন সরিয়ে রাখা। পড়ে যখন পুনরায় ইচ্ছে করবে তখন আবারও পেক্টিস করা। 

উপরে যা যা বলা হয়েছে আসা করি এর ভিতর আপনার উত্তর দিতে পেরেছি।। 👉🌎✅  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন