ফরমেট চেঞ্জ কি ফরমেট চেঞ্জ কেন ও কিভাবে ফরমেট চেঞ্জ করতে হবে

 প্রথমে আসি ফরমেট কি? 

আমরা যখন কোন ফটো, ভিডিও বা অডিও ফাইল মোবাইল বা কম্পিউটার এ সেইফ  করি। তখন সেগুলো নির্দিষ্ট একটা কনভার্ট এ সেভ হয়। যেমন - 

ভিডিও তে 3gp ও mp4. 

ছবিতে jpg, Png,jpeg, 

অডিওতে mp3 ইত্যাদি। 

উপরে ফরমেট কি তা নিয়ে আশা করি আর দ্বিধা নেই। 

এবার আসি ফরমেটে কেন-

আসলে ফরমেট হচ্ছে কোন ফাইল কি ধরনের (কতটা ভালো ও কতটা মানসম্পন্ন)  কোয়ালিটি সেটাই বুঝার জন্য ফরমেট।  

এতোক্ষন যা আলোচনা করা হলো তা থেকে বুঝতে পারলাম ফরমেট কি ও কেন?  এখন আমাদের  এটা জানা দরকার যে, ফরমেট কি পরিবর্তন (চেঞ্জ)  করা যায়? আর তা কিভাবে? 

হ্যা,  ফরমেট চেঞ্জ করা যায়।  তবে আসল কোয়ালিটি থেকে শুধু অন্য ফরমেট এ রূপান্তর করে।  যেমন -

ছবি - Jpg থেকে Png বা অন্যান্য  অপশনে। 

ভিডিও - Mp4 থেকে 3gp। 3gp থেকে Mp4. 

এমন ভাবে প্রতিটি ফাইলের ফরমেট চেঞ্জ করা যায়। 

আজ আমি আপনাদের তেমনই দুটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো।  

যেখানে ছবি ও ভিডিও ফরমেট চেঞ্জ করা যায়- 

ছবির ফরমেট


ছবি ফরম্যাট চেঞ্জ করতে _- 👉 এখানে ক্লিক করুন

ভিডিও ফরমেট চেঞ্জ করতে - এখানে চেঞ্জ করুন

ভিডিও ফরমেট 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন