একটি বিষয় খেয়াল করুন - ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি কম্পিউটার এবং ডিভাইস সংযুক্ত রয়েছে। এই বিশাল নেটওয়ার্ক এর ভিতরে আপনার কাঙ্খিত কোন কম্পিউটার খুঁজে বের করবেন কিভাবে? একটি শহরের হাজার হাজার বিল্ডিং এর সবাইকে একটা করে নাম্বার দেয়া হয় যেন চিনে বের করা যায়। আইপি এড্রেস জিনিসটাও সেরকম। অনলাইনে আপনাকে খুঁজে বের করার জন্য ঠিকানা।
(একটি আইপি) |
এই আইপি এড্রেস কে প্রকাশ করা হয় সংখ্যা দিয়ে। যেমন : 123.456.789.12 - এটা একটা আইপি এড্রেস
বাসায় নতুন ইন্টারনেট সংযোগ নিলে, অফিস থেকে এসে রাউটার সেটাপ করে দিতে দেখেছেন? তারা মূলত আপনাকে একটি আইপি এড্রেস দিয়ে যায়।
এই আইপি এড্রেস ব্যবহার করেই আপনি ইন্টারনেট ব্যবহার করে থাকেন।
আইপি এড্রেস এর অনেক শ্রেণীবিভাগ হয়।
আমি দুইটি বলছি - প্রাইভেট আর পাবলিক আইপি এড্রেস। আপনি যখন বাইরের ইন্টারনেটে (মনে করুন ইউটিউবে) কিছু সার্চ দিচ্ছেন - সেখানে আপনার পাবলিক আইপি এড্রেস ব্যবহার হয়।
আর বাসায় রাউটারের নেটওয়ার্কে যখন থাকেন, সেখানে প্রাইভেট আইপি এড্রেস ব্যবহার হয়। আপনার পাবলিক আইপি এড্রেস দেখুন এই ওয়েবে গিয়ে : DNS leak test
IPv4 এর ব্যবহার দেখবেন অধিকাংশ জায়গায়। কিন্তু ঠিকানা দেয়ার একটা লিমিট থাকে।
IPv4 এ সেটা শেষ হয়ে যাবে। তাই নতুন ভার্সন IPv6।
বলা হয়ে থাকে IPv6 ব্যবহার করে পৃথিবীর প্রতিটি শস্যদানাকেও একটা করে আইপি এড্রেস দেয়া সম্ভব হবে।
Tags:
প্রযুক্তি ডেক্স