ইন্টারনেট কত সালে চালু হয়??

 




(১) বিশ্বে ইন্টারনেট চালু হয়-১৯৬৯ সালে।

(২) বাংলাদেশে ইন্টারনেট চালু হয়-১৯৯৩ সালে।
(৩) বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ- চীন।
(৪) বাংলাদেশে ইন্টারনেট চালু হয় = ১৯৯৩ সালে।
(৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় কবে = ১৯৯৬ সালে।
(৬) বাংলাদেশে কবে প্রথম সাইবার ক্যাফে চালু হয় = ১৯৯৯ সালে।
(৭) বাংলাদেশে আইটি ভিলেজ কোথায় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় = গাজিপুরের কালিয়াকৈর।
(৮) বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানির নাম কী = সিটিসেল ডিজিটাল।
(৯) বাংলাদেশে সর্বপ্রথম ডাকটিকিট চালু হয় কবে = ২০ জুলাই ১৯৭১ সাল।
(১০) বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালু হয় = ১৬ আগস্ট ২০০০।
(১১) বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় = ০৪ জানুয়ারি ১৯৯০।
(১২) দেশে মোট কয়টি মোবাইল ফোন কোম্পানি সার্ভিস প্রদান করছে = ৬ টি।
(১৩) দেশে মাল্টিমিটারিং সিস্টেম চালু হয় কবে = ৩০ জুন ২০০২।
(১৪) বাংলাদেশে কোথায় প্রথম সাইবার ক্যাফে চালু হয় = বনানী।
 
(১৫) ইন্টারনেটের মাধ্যমে কমখরচে ফোন করার প্রযুক্তির নাম কী = ভিওআইপি।
(১৬) বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি কত সালে যাত্রা শুরু করে = ১৯৯৩ সাল।
 
(১৭) বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কী = ইজি-পোস্ট।
(১৮) বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালু হয় = ১৯৯২ সালে।
(১৯) বিটিআরসি কী = বাংলাদেশ টেলিকম রেগুলারেটরি কমিশন।

"আরও বিষয়ে জানতে নিয়মিত সাইটটি ভিজিট করুন ও আপনার বন্ধুকে শেয়ার করুন।" 

!ধন্যবাদ!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন