অনলাইন মানেই কি টাকা

মানুষ মনে করে অনলাইনে কাজ করলেই লক্ষ লক্ষ টাকা আসে । তাদের জন্য আমার একটা কথাই বলার আছে- অনলাইনে টাকা আয়ের চেয়ে রাস্তায় বসে ভিক্ষা করেও অনেক টাকা ইনকাম করা যায় । আর যারা এচিন্তা নিয়ে অনলাইনে আসে যে অনলাই মানেই টাকা এটা চরম বোকামী ।

Online-InCome
অনলাইন ইনকাম

যদি অনলাইনে আসে কেউ তবে যেন টাকার চিন্তা না থাকে মাথায় । আর যারা বলে এই লাইনে কাজ করুন, টাকা পাবেন, এমন শত শত ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে । আমরা তাই বিশ্বাস করি। অনলাইনে কাজ করলেই বোধ হয় টাকা। 😂😂 

বসে বসে টাকা কামানো থেকে নিজে যা পারবেন তা নিয়ে কাজ করুন। অনলাইনে অনেক অনেক মাধ্যম আছে যেখান থেকে টাকা আয় করা যায়। আর যদি মনে হয় অনলাইনে বৃথা সময় নষ্ট করছি তবে তো আর আপনি টাকা পাবেন না।  তাই যে কোন একটা বিষয় নিয়ে কাজ করুন ইনশাআল্লাহ, আপনি অভিজ্ঞ হয়ে যাবেন তখন আর কারো কাছে যেতে হবেনা টাকার জন্য। আপনি নিজেই টাকা আয় করতে পারবেন। কি কি কাজ আছে অনলাইনে তা জানতে আপনি Fiverr.com, freelancer.com, Upwork.com এই সকল সাইটে দেখতে পারেন, তারপর আপনি একটা বিষয় সিলেক্ট করুন , তারপর সে বিষয়ের উপর কাজ শিখুন আর একদিন দেখবেন আপনি অনেক অভিজ্ঞতা লাভ করেছেন। 

online-income


আর অনলাইন কি বলে সেটা ভালো করে বুঝে দেখো- 

অনলাইন বলছে- আমি একটু নিত্য নতুন চাই। এখন আমাকে কপি করে যদি কেউ নলক করে তাহলে আসল কি করে তার দাম পাবে?

অনলাইন মানেই যদি টাকা হতো তবে তো সবাই টাকার উপর শুয়ে থাকতো। অনলাইন খুজে ভালো কোয়ালিটি মান সম্পূর্ন কন্টেন্ট। একদম আলাদা।

আর একটা কথা, কারো থেকে কপি পেস্ট করে কেউ টাকা ইনকামের চিন্তা করলে তার ফল হবে শূন্য। কারন অনলাইন সার্ভার যেমন গুগল, ফেইসবুক, ইউটিউব তাদের অনেক প্রযুক্তি এখন আগের থেকে অনেক অনেক শক্তিধর , খুব সহজেই ধরে ফেলে কে আসল আর কে কপিরাইট।

তাই অনলাইনে আসলে টাকার চেয়ে কন্টেন্ট ভালোজানতে হবে। - সবাই কে শুভেচ্ছা - আশা করি বুঝবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন