Android15 নিয়ে আসছে গুগল

বিশ্বের জনপ্রিয়তম অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। চিরচেনা সেই সিস্টেমে যোগ হতে চলেছে নতুন আপডেট, যা বদলে দেবে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা।

গত ১৪ মে অনুষ্ঠেয় ‘গুগল আইও ২০২৪’ সম্মেলনে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমসহ (OS) বেশ কিছু নতুন সুবিধা আনার ঘোষণা দিয়েছে  গুগল। দারুণ সব ফিচার যোগ হতে চলেছে এতে। বর্তমানে গুগল পিক্সেল 8 স্মার্টফোনে পাওয়া গেলেও ভবিষ্যতে একাধিক স্মার্টফোনে এই আপডেট যোগ হবে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, মহাকাশ ও রকেট থেকে অনুপ্রাণিত হয়ে নতুন লোগো আনছে অ্যান্ড্রয়েড ১৫। কিছুটা অ্যান্ড্রয়েড ১৪ লোগোর মতোই হবে সেটি। বিশ্লেষকদের অনেকেই জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ১৫ ভ্যানিলা আইসক্রিম নামে লঞ্চ করবে গুগল।



ওই রিপোর্টে অবশ্য বলা হয়েছে, যেমনটা প্রাথমিক ভাবে মনে হয়েছিল যে, আগামী মাসেই নতুন আপডেট লঞ্চ করবে Google। কিন্তু সেটা হচ্ছে না। বরং পাবলিক রিলিজের আগে Android 15-এর স্টেবিলিটি উন্নত করার জন্য কাজ করছে এই টেক জায়ান্ট। এই সিদ্ধান্তটি অ্যান্ড্রয়েড বিটা এক্সিট আপডেটের জন্য রিলিজ নোটগুলিতে Google-এর সাম্প্রতিক আপডেটের সঙ্গে সারিবদ্ধ।

কি কি  সুবিধা থাকছে Android15 তে সেটা এখনি প্রকাশ করতে অনিচ্ছুক গুগল।  

তবে আশা করছি গুগল প্রতিবারের মতো এবারও চমক নিয়ে আসবে। 🤔


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন