সময়ের সাথে সাথে সব কিছু পরির্বতন হয় । সেই সাথে টেকনোলজি আরো বেশী পরিবর্তনশীল।
আর এই টেকনোলজি নিয়ে যারা কাজ করেন তারাই পগ্রামার । আর একজন পগ্রামারের কাজ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে। আর এই ল্যাঙ্গুয়েজ হয় কোডিং। যেমনঃ HTML5, CSS3, JAVASCRIPT, PYTHON, JAVA, C++ ও আরো নানান ধরনের প্রগ্রামিং ল্যাংগুয়েজ কোড। আর এই কোড গুলো সংরক্ষন করার জন্য অনেক মাধ্যম রয়েছে। এই মাধ্যমগুলোর মাঝে সব চেয়ে জনপ্রিয় ও ফ্রী হলো গিটহাব (GITHUB)। আর আজ এই GITHUB PROJECT LINK কিভাবে করা যায় তা নিয়েই জানাবো।
আমি আগেই বলেছি 'সময়ের সাথে সব কিছু আপডেট হয়'। আপডেট দেয়ার ফলে অনেক কিছু নতুন ফিচার এ্যাড করা হয়, আবার অনেক কিছু আগের জায়গা থেকে সরিয়ে অন্য কোন জায়গাতে স্থানান্তর করা হয় । তাতে করে আমরা অনেক কিছু আগের মতো করে খুজে পাই না। ঠিক তেমনিই গিটহাব প্রজেক্ট লিংক করা । তো চলুন জেনে নেইয়া যাক GITHUB লিংক কিভাবে করা যায় ।
প্রথমে আপনাকে www.github.com এ যেতে হবে । তার পর নিচের স্টেপ গুলো ফলো করতে হবে 👇
|
১ম স্টেপ। |
এর পর 👇
|
২য় স্টেপ |
এরপর 👇
|
৩য় স্টেপ |
এরপর👇
|
৪র্থ স্টেপ |
এরপরে 👇
|
৫ম স্টেপ |
তারপর 👇
|
৬ষ্ঠ স্টেপ
|
এরপর শেষ ধাপ 👇👇
|
৭ম স্টেপ |
আপনি উপরের স্টেপ গুলো ভালো করে বুঝে ফলো করুন । আসা করি এবার আপনি খুজে পেয়েছেন কিভাবে গিটহাব প্রজেক্ট লিংক পাওয়া যাবে তা বুঝতে পেরেছেন । ধন্যবাদ ।