এইচটিএমএল ব্যাবহার করা হয় ওয়েব পেইজ তৈরি করার জন্য। এইচ টি এম এল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language । এইচটিএমএল দিয়ে কাজ করা খুবই সহজ। এইচটিএমএল কাজ করে ট্যাগ নামক পদ্বতি ব্যাবহারে। একটা ট্যাগ নির্দিষ্ট বিষয়কে প্রকাশ করতে ব্যাবহার হয় (যেমন:bold or italic text, or images, or link)। যদি কোন text ট্যাগের ভিতর না থাকে তবুও তা ওয়েব পেইজের মধ্যে দেখাবে।
ট্যাগ (Tag):
এইচ টি এম এল গঠনের মুল বিষয় ট্যাগ । প্রতিটি এইচটিএমএল ফাইলের গটন দেখলে দেখা যায় শুধু ট্যাগ আর ট্যাগ । এই ট্যাগ লিখতে আমাদের দরকার হয় <> এবং </> দুইটি চিন্হ আর এর মাঝে কিছু শব্দ (যেমনঃ html, head, title, body ইত্যাদি )। উদাহরন স্বরূপ আমরা কয়েকটি ট্যাগ দেখি <html>এবং </html>,<body>এবং </body>, <title> এবং </title>ইত্যাদিআর বিভিন্ন প্রকার ট্যাগ আমরা দেখতে পাব । নিশ্চই খেয়াল করেছেন যে প্রতিটি ট্যাগ এর একটা শুরু এবং শেষ ট্যাগ আছে । তবে কয়েকটি ট্যাগের কেবল মাত্র শেষ ট্যাগ আছে (যেমনঃ <img/>, <br/>, <input/> ইত্যাদি)।
অ্যাট্রিবিউটস (Attributes):
প্রতিটি ট্যাগের অ্যাট্রিবিউট থাকতে পারে যা ওই ট্যাগের আরও অনেক বেশি তথ্য ধারন করে । অ্যাট্রিবিউটসবসময় শুরু ট্যাগে কোটেশন মার্কের ভিতরে লিখতে হয় । অ্যাট্রিবিউট দেখতে কেমন হয় তা একটি উদাহরণের মাধ্যমে দেখানো হলঃ <tag attribute= “value”>Margarine</tag> এই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানব । আপাতত এইটুকু জানলেই আমরা কাজ করতে পারব ।
ইলিমেন্টস (Elements):
এইচটিএমএল এ যেকোন শুরু এবং শেষ ট্যাগের মাঝের অংশকে ইলিমেন্ট বলে । যেমনঃ <body> এবং </body>এই দুটি ট্যাগের মাঝে যা কিছু লেখা হবে তার সবই body ট্যাগের ইলিমেন্ট । প্রত্যেক ওয়েব পেইজ এ চারটি ইলিমেন্ট থাকে এগুলো হলো : html, head, title, এবং body ইলিমেন্ট । কিছু কিছু ট্যাগের কোন ইলিমেন্ট থাকে না যেমনঃ <br/>,<img/> ইত্যাদি ।
আজ এই পরজন্তই থাক,অপেক্ষা করুন শিঘ্রই ফিরে আসছি পরবর্তী টিউটরিয়াল নিয়ে । লেখাতে যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন ।
😊ধন্যবাদ লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ।
অ্যাট্রিবিউটস (Attributes):
প্রতিটি ট্যাগের অ্যাট্রিবিউট থাকতে পারে যা ওই ট্যাগের আরও অনেক বেশি তথ্য ধারন করে । অ্যাট্রিবিউটসবসময় শুরু ট্যাগে কোটেশন মার্কের ভিতরে লিখতে হয় । অ্যাট্রিবিউট দেখতে কেমন হয় তা একটি উদাহরণের মাধ্যমে দেখানো হলঃ <tag attribute= “value”>Margarine</tag> এই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানব । আপাতত এইটুকু জানলেই আমরা কাজ করতে পারব ।
ইলিমেন্টস (Elements):
এইচটিএমএল এ যেকোন শুরু এবং শেষ ট্যাগের মাঝের অংশকে ইলিমেন্ট বলে । যেমনঃ <body> এবং </body>এই দুটি ট্যাগের মাঝে যা কিছু লেখা হবে তার সবই body ট্যাগের ইলিমেন্ট । প্রত্যেক ওয়েব পেইজ এ চারটি ইলিমেন্ট থাকে এগুলো হলো : html, head, title, এবং body ইলিমেন্ট । কিছু কিছু ট্যাগের কোন ইলিমেন্ট থাকে না যেমনঃ <br/>,<img/> ইত্যাদি ।
আজ এই পরজন্তই থাক,অপেক্ষা করুন শিঘ্রই ফিরে আসছি পরবর্তী টিউটরিয়াল নিয়ে । লেখাতে যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন ।
😊ধন্যবাদ লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ।
Tags:
HTML5