ইউটিউব এ প্রতি মিনিটে ৫০০ ঘন্টার ভিডিও আপলোড হয়, আজ অবধি যত ভিডিও আপলোড হয়েছে তা দেখে শেষ করতে গেলে ৬০,০০০ বছর লেগে যাবে। গুগল জানিয়েছে ইউটিউবের এর ডাটা সেন্টারে সার্ভার এ ৫Exabyte ডাটা আছে (1 EXB = 1billion GB )।
ইউটিউব শেষ হওয়া অসম্ভব, ইউটিউব কত বিশাল এবং তাতে কত ধরনের ভিডিও আছে তা আমাদের ধারণারও বাইরে।
উদ্ধাহরণ স্বরুপ : Benjamin Benett এর যিনি একটানা চার ঘণ্টা ক্যামেরার দিকে তাকিয়ে শুধু হাসেন, বিগত ০৭ বছরে তিনি এমন ৪০০ টি লাইভ ভিডিও করেছেন। এরকম আরো কত ধরনের Channel কত রকমের কন্টেন ইউটিউবে , এ আছে তার কোনো হিসেব নেই , এর কোনো শেষ নেই!!!
Tags:
অজানা তথ্য-প্রযুক্তি