মাদার বোর্ড কি?? কত প্রকার!!!!


 মাদারবোর্ড হল ব্যক্তিগত কম্পিউটারের মতো জটিল ইলেকট্রনিক সিস্টেম এর মূল সার্কিট বোর্ড (পিসিবি)। মাদরবোর্ডকে কখনও কখনও মেইনবোর্ড বা সিস্টেম বোর্ড -ও বলা হয়। তবে ম্যাকিনটোশ কম্পিউটারে এটিকে লজিকবোর্ড বলা হয়। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়।



যেকোনো রকম ইলেকট্রিক্যাল ডিভাইস যে সমস্ত কম্পোনেন্ট বা উপাদানের মাধ্যমে তৈরি হয় সমস্ত উপাদান গুলি এই মাদারবোর্ড এর সঙ্গে যুক্ত থাকে।সুতরাং আপনি যদি একথা বলে দেন যে কম্পিউটারের মধ্যে যে বর্বর থাকে তাকে মাদারবোর্ড বলে তাহলে সেটি ভুল বলা হবে।


   একই রকম ভাবে আমাদের এই হাতের স্মার্টফোনগুলো মাদারবোর্ড দ্বারা গঠিত এবং মাদারবোর্ড দিয়েই তা চলতে সক্ষম।বলতে পারি কোন ইলেকট্রিক্যাল ডিভাইস এর মধ্যে যেমন মোবাইল কম্পিউটার ল্যাপটপ স্মার্ট টিভি এলইডি টিভি ইত্যাদি গুলিতে প্রধানত যে বোর্ড থাকে তাকে আমরা মাদারবোর্ড বলতে পারি।
    কিন্তু এখানেই মাদারবোর্ড এর সমস্ত জিনিস বা বিষয় বা কাকে বলে জানাটা সম্পূর্ণ হতে পারে না। কারণ মাদারবোর্ড এর সঙ্গে অনেক রকম কম্পোনেন্ট যুক্ত থাকে যেগুলি ছাড়া মাদারবোর্ড তৈরি হতে পারে না।
    সুতরাং একটি বোর্ড বড় আকারের হলেই তা মাদারবোর্ড হতে পারে না। তাহলে চলুন মাদারবোর্ড কি এ বিষয়ে আমরা ভালোভাবে এবং বিস্তারিত ভাবে জেনে নি।


Motherboard কি??
    মাদারবোর্ড কি এর উত্তরে আমরা এক কথায় সবাই বলি যে কম্পিউটারের মধ্যে বড় আকারের যে বোর্ড থাকে তাকে আমরা মাদারবোর্ড বলি। 
    মাদারবোর্ড হল কোন কম্পিউটার বা ইলেকট্রিক্যাল ডিভাইস এর সব থেকে মূল্যবান এবং প্রধান উপাদান হয়ে থাকে। যার সঙ্গে ওই ইলেকট্রিক্যাল ডিভাইসটির সমস্ত রকম পার্ট গুলি যুক্ত থাকে।



    যদি আমরা মাদারবোর্ডের হিসাবটা কম্পিউটার দিয়ে বুঝতে চেষ্টা করি তবে মাদারবোর্ড হবে সেই জিনিস যা সিপিইউ, RAM, গ্রাফিক্স কার্ড, কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, হার্ড ডিস্ক, DVD creator, ইত্যাদিকে যুক্ত করে থাকে।



    একটি মাদারবোর্ড কম্পিউটারের সমস্ত ইন্টারনাল এবং এক্সটারনাল উপাদানগুলিকে যুক্ত করে রাখে।অর্থাৎ আউটপুট ডিভাইস ও ইনপুট ডিভাইস গুলো কে যুক্ত করে যে বোর্ড চালাতে সক্ষম তাই হল মাদারবোর্ড।



    মাদারবোর্ড এর যতগুলি উপাদান বা কম্পোনেন্ট থাকে সেগুলি পিসিবি এর উপর যুক্ত করা থাকে। আমরা বলতে পারি যে বোর্ড এর উপর কম্পিউটার বা যেকোন ইলেকট্রিক ডিভাইসের কম্পোনেন্ট গুলি বসানো থাকে সেই বোর্ডকে PCB বোর্ড বলি।



    PCB বোর্ড এর মানে হলো প্রিন্টেড সার্কিট বোর্ড, একটি মাদারবোর্ডে যে সমস্ত কম্পনেন্ট বা উপাদান প্রয়োজন সমস্ত কম্পনেন্ট উপাদানগুলি এই মাদারবোর্ড এর সঙ্গে যুক্ত করা থাকে আর যেগুলি যুক্ত করা সম্ভব নয় সেগুলি এই মাদারবোর্ড এর সঙ্গে কানেক্ট আর ব্যবহার করে তা যুক্ত করতে হয়।
    তাহলে মাদারবোর্ড হলো একটি কম্পিউটার বা যে কোন ইলেকট্রিক্যাল ডিভাইস এর সেই প্রধান বোর্ড যার সঙ্গে সমস্ত রকম কম্পোনেন্টগুলো যুক্ত হয়ে থাকে।



   একই রকম ভাবে একটি মোবাইল এর মাদারবোর্ড তার সমস্ত কোম্পানির গুলি যুক্ত করে রাখে।যদিও একটি কম্পিউটারের মাদারবোর্ড এর সঙ্গে একটি মোবাইলের মাদারবোর্ড এর তফাৎ আছে তবুও দুটি কার্য কতভাবে একই রকম কাজ করে থাকে।



    কম্পিউটারের মাদারবোর্ড কানেক্টর দ্বারা তার আউটপুট ডিভাইস গুলিকে যুক্ত করে কিন্তু মোবাইলের ক্ষেত্রে বেশিরভাগ আউটপুট ডিভাইস গুলি মোবাইলের সঙ্গেই দেওয়া থাকে প্রয়োজনমতো পোর্ট ব্যবহার করে আউটপুট ডিভাইস তার সঙ্গে যুক্ত করা যায়।



    তাহলে আমরা মাদারবোর্ড কি এই সম্পর্কে জানলাম। আশাকরি মাদারবোর্ড সম্পর্কে সাধারণ ধারণা আমাদের মধ্যে ছিল তা এখন আর নেই। কারণ মাদারবোর্ড কোন সামান্য জিনিস নয়। মাদার্বোর্ড মদেল শরীরের মত।



    হ্যাঁ ঠিকই শুনেছেন মাদারবোর্ড আমাদের শরীরের মতো কারণ আমাদের শরীরের সঙ্গে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ গুলি জুড়ে একটা যেমন পরিপূর্ণ শরীর তৈরি করে ঠিক একই রকম ভাবে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস মাদারবোর্ড এর সঙ্গে সমস্ত উপাদানগুলি যুক্ত করে একটি পরিপূর্ণ ইলেকট্রিক্যাল ডিভাইস তৈরি করা হয়।



    আমাদের প্রধান শরীরের অর্থাৎ মাদারবোর্ডে যেমন মাথাটি লাগানো থাকে এটি হলো সিপিইউ এর কাজ করে। আবার হাত দুটি দিয়ে মস্তিষ্কের অনুসরণে কোন কাজ আমরা দ্রুত গতিতে করতে পারি অর্থাৎ হাত দুটি Ram মতো কাজ করে।



    আশাকরি এবার তাহলে বুঝতে পারলেন যে মাদারবোর্ড কতখানি গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রিক্যাল ডিভাইস এর জন্য এবং Motherboard কি।

মাদারবোর্ড কত প্রকার ও কি কি?



মাদারবোর্ড তার গঠন এবং কাজের উপর নির্ভর করে মুলত ৫ প্রকারে ভাগ হয়। এখন আমরা এখানে জানবো সেই প্রকার গুলো কি কিঃ

1. স্ট্যান্ডার্ড এটিএক্স মাদারবোর্ড – Standard ATX Motherboard

2. মাইক্রো এটিএক্স মাদারবোর্ড – Micro ATX Motherboard

3. মিনি আইটিএক্স মাদারবোর্ড – Mini ATX Motherboard

4. ন্যানো আইটিএক্স মাদারবোর্ড – Nano ITX Motherboard

5. পিকো আইটিএক্স মাদারবোর্ড – Pico ITX Motherboard



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন