স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনের ওয়ালপেপার পরিবর্তন করবে যে অ্যাপ




 শখের স্মার্টফোনকে সুন্দর করে সাজাতে কে না চায়? 

স্মার্টফোনের সৌন্দর্য কয়েক গুণে বাড়িয়ে তোলে একটি সুন্দর ওয়ালপেপার।আবার একই ওয়ালপেপার দীর্ঘসময় ব্যবহার করলে সেটি একঘেয়ে লাগে। তাই অনেকে নিয়মিত বিরতিতে ওয়ালপেপার পরিবর্তন করেন। কিন্তু কেমন হত যদি স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরপর ফোনের ওয়ালপেপার পরিবর্তন হয়ে যেত!অ্যাপ ব্যবহার করে সহজেই এটি করা যাবে। এই কাজের জন্য বেশ কিছু অ্যাপ পাওয়া যাবে প্লেস্টোরে। সেগুলোর মধ্যে দুটি অ্যাপের বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে।

ওয়ালপেপার চেঞ্জার 

প্লেস্টরে ৪.০ রেটিং প্রাপ্ত এই অ্যাপের ডাউনলোড সংখ্যা ১০ লাখের বেশি। অ্যাপটি এই ঠিকানা থেকে ইন্সটল করে নেয়া যাবে।




অ্যাপটি ইন্সটল হয়ে গেলে অ্যালবাম থেকে ওয়ালপেপার নির্বাচন করে দেয়া যাবে। এরপর সেটিংস থেকে কতো সময় পরপর ওয়ালপেপার পরিবর্তন হবে তাও নির্বাচন করে দেয়া যাবে। সেটিংস অনুযায়ী অ্যাপটি নির্দিষ্ট সময় পরপর ওয়ালপেপার পরিবর্তন করবে।

গুগল ওয়ালপেপারস

স্মার্টফোনের ওয়ালপেপার পরিবর্তনে ও নিত্যনতুন সব ওয়ালপেপার পেতে টেক জায়ান্ট গুগলের ওয়ালপেপারস নামের একটি অ্যাপ রয়েছে। অ্যাপটি গুগল প্লেস্টোরে ৪.০ রেটিং প্রাপ্ত এবং ইতোমধ্যে এটি ১০ কোটির বেশি বার ডাউনলোড হয়েছে। অ্যাপটি ইন্সটল করতে এই ঠিকানায় যেতে হবে।




অ্যাপটি থেকে ফোনের ডিফল্ট ওয়ালপেপার, গ্যালারিতে থাকা ছবি ব্যবহার করা যাবে। এমনকি চাইলে অনলাইন থেকেও নিত্যনতুন সব ওয়ালপেপার মিলবে অ্যাপ থেকেই। সেটিংস থেকে চালু করে দিলে অ্যাপটি প্রতিদিন একটি করে নতুন ওয়ালপেপার সেট করে দেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন