ইউটিউব মনিটাইজেশন পিন পাঠায় কীভাবে?

 কম বেশি সবাই এখন ইউটিউব ব্যাবহার করে থাকেন, এবং আলেম থেকে জালেম সব ধরনের লোকই ইউটিউবিং করে থাকেন। কিন্তু কথা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন আগের মত সহজ নেই। একটা সময় ছিলো চ্যানেল খুললেই কোন ভিডিও ছারাই মনিটাইজেশন পাওয়া যেত। আর এখন মনিটাইজেশন পেতে গেলে বিশাল এক শর্ত পুরন করতে হচ্ছে।

 

প্রথম কথা হচ্ছে, ইউটিউব কোন পিন পাঠায় না। ইউটিউব বিজ্ঞাপন নেয় এডসেন্স থেকে। এডসেন্স বিজ্ঞাপন নেয়, গুগল এডস থেকে। 



মনিটাইজেশন পাওয়ার পর যখন আপনার আয় ১০ ডলার হবে কিংবা তার বেশি হবে, এবং সেই টাকা টা মাস এর ১১-১৫ তারিখ আপনার চ্যানেল থেকে এডসেন্স এ ইন হওয়ার পর এডসেন্স আপনার ল্যান্ডমার্ক বা লোকেশন ভ্যারিফাই করার জন্য পিন পাঠানোর একটা রিকোয়েস্ট অপশন খুলে দেবে।



পিন ভ্যারিফাই না হওয়া পর্যন্ত আপনি টাকা/ ডলার উত্তলন করতে পারবেন না।



আপনার ঠিকানায় চিঠি আসলে, সেই চিঠির খামের ভিতরের অংশে একটা নাম্বার প্রিন্ট করা থাকে। সেটা আডসেন্স এ বসিয়ে দিলেই খেল খতম।

১০০ ডলার হলে আপনি আডসেন্স এর টাকা উত্তলন করতে পারবেন। এর নিচে হলে আপনি উইড্র দিতে পারবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন