গুগল কি ? গুগল কিভাবে কাজ করে? কিভাবে গুগল থেকে প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়া যাবে? এ নিয়ে আমরা আজকে জানবো।

গুগলঃ গুগল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানী। অনলাইন বিজ্ঞাপন, সার্চ ইঞ্জিন এবং ক্লাউড কম্পিউটিং এর জন্য এটি সবচেয়ে বেশি পরিচিত। গুগলের মূলমন্ত্র হল বিশ্বের সকল তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া। প্রতি সেকেন্ডে গুগলে গড়ে প্রায় ৪০,০০০ সার্চ করা হয়। গুগলের ব্যবহারকারীর সংখ্যা অনেক এবং দিন দিন তা বেড়েই চলছে। গুগল এখন পৃথিবীর সব থেকে বড় সার্চ ইঞ্জিন। গুগল কিভাবে কাজ করেঃ গুগল বিভিন্ন অ্যালগরিদমের মাধ্যমে কাজ করে থাকে। অ্যালগরিদম হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইট এবং কিওয়ার্ড র্যাংক করানো হয়। গুগল তথ্য প্রদর্শনের জন্য নিচের ধাপ গুলো অনুসরন করে। ১. ওয়েব ক্রলিং (internet Crawling) ২. ইনডেক্সিং (Indexing) ৩. সার্চিং (looking) ওয়েব ক্রলিং (web Crawling): যখন আপনি গুগলে সার্চ করছেন, তখন প্রতিবারই গুগল আপনাকে ফলাফল দেখাচ্ছে। কিন্তু ফলাফল আপনাকে দেখানোর আগে অবশ্যই গুগলকে নিজে ফলাফল বের করতে হচ্ছে। গুগলবট নামে গুগলের একটি ওয়েব ক্রলার আছে, যার কাজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে বিশ্বের সব ধরনের ওয়েবপেজ ভিজিট করা। গুগলবট যখন একটি পেজ সংগ্রহ করে তখন এই পেজে পাওয়া লিংকগুলো তার ক্রলিং তালিকায় যোগ হয়। এই পদ্ধতিতে একই লিংক অসংখ্যবার আসে, কিন্তু গুগলবট সেগুলোকে বাদ দিয়ে একটি তালিকা তৈরি করে যাতে সবচেয়ে কম সময়ে পুরো ওয়েবকে কভার করা সম্ভব। এটিই মূলত ওয়েব ক্রলিং। ইনডেক্সিং (Indexing): বিশ্বজুড়ে প্রতিনিয়ত কোটি কোটি ওয়েবসাইটে তথ্য সংযুক্ত হতে থাকে। তাই স্পাইডার ও প্রতিনিয়ত ক্রলিং করতেই থাকে। একটা নির্দিষ্ট পেইজ ক্রলিং করা শেষ হলে সেই তথ্য সার্ভারে ইনডেক্স করা হয়। ইনডেক্স এ শব্দ আর URL এর তালিকা থাকে। স্পাইডার যখন একটা পেইজ কে ক্রল করে তখন সেই পেইজের প্রতিটা শব্দকে সে আয়ত্ত করে। কোন শব্দ কতবার ব্যবহার করা হয়েছে এই সমস্ত কিছু সে নোট করে রাখে। এভাবেই সে একটা ইনডেক্স তৈরী করে। সার্চিং (looking): যখনই আপনি গুগলে কোন কিছু অনুসন্ধান করেন তখন সেই অনুসন্ধান অনুযায়ী গুগলবটের সংগ্রহ করা তালিকা থেকে তথ্য নিয়ে সার্চের ফলাফলে প্রকাশ করে। এরপর আপনি আপনার পছন্দমত লিঙ্কে ক্লিক করেন। লেখাটা মনে হয় অনেক বড় হয়ে গেছে পরবর্তীতে পোস্ট দিব কিভাবে গুগল থেকে প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়া যাবে । Google Google Chrome Google Cloud Platform




Google Bangladesh Google Maps Google local

guides Dhaka Google Play Google students

Google-WiFi

# google # googlebd # googlebangladesh

# গুগল

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন