হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম ।
আশা করি আপনারা সবাই ভালো আছেন, আজ আমি আপনাদের মাঝে উবুন্টু নিয়ে বিস্তারিত কিছু কথা তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। 😊
উবুন্টু কি ?
উবুন্টু হলো একটি দক্ষিন আফ্রিকার শব্দ। যার অর্থ হলো 'Humanity for all' বা সবার জন্য মানোবতা ।
অপারেটিং সিস্টেম উবুন্টুর লক্ষ হচ্ছে মানুষরা যাতে কম্পিউটারে বিনা মূল্যে অপারেটিং সিস্টেম সুবিধা ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, অপারেটিং সিস্টেম উবুন্টু বিশ্বাস করে, কম্পিউটার সফটওয়্যার কারা চুক্তিগত হতে পারে না। সবাই স্বধীন ভাবে এর ব্যবহার করা অধিকার রাখে।
সে জন্য এর ব্যবহার কারীকে কোন টাকা পয়সা দিতে হয় না। এমকি বিনা পয়সায় এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা পূর্ণ বৈধ।
উবুন্ত লিনাক্স ডিস্ট্রিতে দাবিয়ান (Debian) এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি তিনটি ধাপে সংস্করন করা হয়েছে। পিসির (PC) জন্য উবুন্টু ডেক্সটব (U DESKTOP), স্পিড (Speed) ও সার্ভারের জন্য উবুন্টু সার্ভার (U SERVER) এবং উবুন্টু প্রো (U PRO). 😍
উবুন্টুর নতুন সংস্করন প্রতি ছয়মাস অন্তর প্রকাশ করা হয়। যা ব্যবহারকারীকে নতুন প্রাণ দেয়। নতুন কিছু ফিকচার দেয়া হয়। উবুন্টু তৈরি হয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ক্যাটাগরীর উপরে ভিত্তি করে । এর অধিকাংশই ফ্রী সফটওয়্যার লাইসেঞ্জ এর অধিনে অন্তরভুক্ত।
এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে -
১. কেন আপনি উবুন্টু ব্যবহার করবেন??
এর প্রথম কারন হলো এটি ইউজার ফ্রেন্ডলি । এটি ব্যবহার করা খুবই সহজ ,
অনেকে মনে করেন উবুন্টু শুধু মাত্র ডেভলেপাররা ব্যবহার করে। কিন্তু না, এটা ছোট বাচ্চা থেকে শুরু করে যে কেউ ব্যবহার করতে পারেন। অফিস , বার , সার্ভার সহ যে কোন কাজে ব্যবহার করা যায়, কোন প্রবলেম নেই। আর এটির সব থেকে বড় বিষয় হচ্ছে , উবুন্টু ভাইরাস বিহীন । আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কোন মানুষ একবার এটি ব্যবহার করে তবে সে এর প্রেমে পড়ে যাবেই যাবে ।
Ubuntu-Desktop |
২. কেমন হতে পারে একটি ফ্রী অপারেটিং সিস্টেম ?
একদম ফ্রী এই অপারেটিং সিস্টেমে নেই কোন কনফিউস, এবং দেবিয়ান লিনাক্স হবার কারনে আপনি পাবেন শত শত ফ্রি সফটওয়্যার। সব কিছু সম্পূর্ণ ফ্রিতে। আর এ কারনে জনপ্রিয় হয়ে উঠেছে উবুন্টু ও বেড়ে চলছে এর ব্যবহার। তার পর যে বিষয়টি আছে সেটি হলো 'ভাইরাস বিহীন'।
৩. আপনি জেনে হয়তো অবাক ভাইরাস বিহীন মানে !!😳😳
হ্যা আপনি ঠিকি শুনেছেন - এটি ক্ষতিকারক সব রকম ভাইরাজ মুক্ত। সম্পূর্ণ ফ্রী এই অপারেটিং সিস্টেম নেই কোন ছোট খাটো ভাইরাস। এটা ১০০% শতভাগ ভাইরাস মুক্ত ফ্রী অপারেটিং সিস্টেম।
তাই থাকে না ডেটা চুরির বা অন্য যেকোন কিছু ক্ষতির ভয়।
UBONTU-MENU |
৪। তারপর রয়েছে -- স্বাধীনতা-
আপনি আপনার ইচ্ছে মতো এটাকে ব্যবহার করতে পারবেন ও সাজিয়ে নিতে পারবেন। এটা অনেক সুন্দর করে সাজানো যায় । ইচ্ছে হলে পালটে নিতে পারেন থিম আইকন ডেক্সটপের ডিজাইন সেটিং পর্যন্ত। মনে করুন, উবুন্টুর ডিফল্ট ইন্টারফেস আপনার পছন্দ হচ্ছে না , আপনি তা পরিবর্তন করে নিতে পারবেন।
আপনার জন্য রয়েছে দারুন কিছু ইন্টারফেস। যেমনঃ ইউনিটি(UNITY), জিনোমি (GINUME), লোবুন্টু (LUBUNTU), কোবুন্টু (KUBUNTU), মাতি (MATE) এবং আরো কিছু ইন্টারফেস ।
এগুলো আপনি ইচ্ছে করলেই পরিবর্তন করতে পারেন। উবুন্টু সব কিছু দিচ্চছে একদম ফ্রী। শুধু আপনাকে ইন্সটল করে নিতে হবে সুবিধা মতো। উবুন্টু তে ওয়ার্ড ডকোমেন্ট একদম ফ্রী, যা আমাদের প্রতিদিন অফিসে বা যে কোন কাজের জন্য ব্যবহার করা লাগে তা আপনি পেয়ে যাচ্ছেন বিনামূল্যে।
আর সাথে তো আপনার প্রয়োজনে যে কোন সফটওয়্যার।
৫. কমিনিউটি সাপোর্ট
ধরুন, আপনি কোন এক টা সমস্যা ফিল করছেন, আপনি সাথে সাথে তা নিয়ে উবুন্টু কমিনিউটি সেন্টারে একটা মেসেস দিবেন, তারা তার জবাব খুব দ্রুত দিয়ে দিবে। যদিও সমস্যা হয় না তার পরেও কোন কিছু হলে আপনি তা জেনে নিতে পারবেন । ।
Tags:
লিনাক্স