একটি ইমেইল আইডি IDদিয়ে কী কী হ্যাক বা ক্ষতি করা সম্ভব?

 শুধুমাত্র একটা Gmail id দিয়ে প্রায় কিছুই করা যায় না।





আমি যদি তোমার Gmail id জানতে পারি, তাহলে আমি বড়োজোর তোমাকে একটা "e-mail" পাঠাতে পারব, যেখানে একটা লিঙ্ক থাকবে, যেটা আসলে একটা "Virus" হবে, যার দ্বারা আমি হয়তো তোমার "device"-টার ওপর খানিকটা নিয়ন্ত্রণ পেলেও পেতে পারি।

এখন, এতোগুলো অনিশ্চয়তা পেরিয়ে কিছু করাটাই অসম্ভব ঝামেলার। দুর্দান্ত "Programming" না জানলে এটা সম্পুূর্ণভাবে অসম্ভব!

এবার, প্রশ্ন হচ্ছে যদি অন্য কেউ তোমার "gmail identity" আর "password", দুইই জানে। তাহলে, ব্যাপারটা বেশ চিন্তার। দুটোই জানা মানে সে ঠিক কী কী জানতে পারে?



  • Google Search History,
  • E-mails,
  • অন্যান্য "Account"-এর "Passwords", যেগুলো তুমি তোমার ওই "Account"-এ সংগ্রহ করে রেখেছ,
  • অন্যান্য "Internet Site", যেগুলোর "Password" এই "Account"-এ সংগ্রহীত করা আছে, সেগুলো,
  • গুগলকে তুমি নিজের সম্পর্কে ঠিক যা যা বলেছ,
  • গুগলের বিভিন্ন পরিষেবাগুলোতে তুমি যা যা জিনিস "Save" করে রেখেছ (যেমন Google pressure, lecture room, Google docs, ইত্যাদি)।

মানে, গুগল তোমার সম্পর্কে ঠিক যা যা জানে, বা গুগলকে তুমি নিজের সম্পর্কে যা যা জানতে দিয়েছ, তার মধ্যে সবই সেই লোকটি জানতে পারবে।
এবার প্রশ্ন হচ্ছে, একটা "E Mail ID" দিয়ে কী কী "Hack" করা যায়? উত্তর হচ্ছে, "কিছুই না!"
কেউ তোমার "Gmail"-কে "Hack" করতে চাইছে? এসব ক্ষেত্রে একটা "Gmail id" স্রেফ একটা 'পরিচয়পত্র' মাত্র। ঠিক যেন "কাকে খুন করতে হবে" ধরণের।


একটা লোকের নাম দিয়ে যেমন তাঁকে খুন করা যায় না, তেমনই একটা "Gmail Id" দিয়ে কোনও অ্যাকাউন্টকে "Hack" করা যায় না। কারণ, তোমার অ্যাকাউন্টের 'চাবি' তোমার "Gmail Id" নয়। তার চাবি হচ্ছে "Password"-টা, যেটা সংরক্ষিত আছে গুগলের কাছে।

ফলে, একটা "Gmail"-কে "Hack" করা মানে গুগলকেই প্রায় "Hack" করা। তবে হ্যাঁ, সে যদি কোনোভাবে একটাও ভাইরাস ঢুকিয়ে দেয় তোমার "device"-এ, তাহলে তুমি সত্যিই অসহায়!

গুগলের বাকি পরিশষেবাগুলোও একই পদ্ধতি মেনে কাজ করে। সেখানেও একটা সামান্য "Gmail Id" দিয়ে প্রায় কিছুই করা যাবে না, যতক্ষণ না তোমার "password"-টা "compromised" হয়ে যাচ্ছে। সেটা সম্পুূর্ণ গুগলের হাতে।

গুগলের বাকি পরিশষেবাগুলোও একই পদ্ধতি মেনে কাজ করে। সেখানেও একটা সামান্য "Gmail Identity" দিয়ে প্রায় কিছুই করা যাবে না, যতক্ষণ না তোমার "Password"-টা "Compromised" হয়ে যাচ্ছে। সেটা সম্পুূর্ণ গুগলের হাতে।


"আরও বিষয়ে জানতে নিয়মিত সাইটটি ভিজিট করুন ও আপনার বন্ধুকে শেয়ার করুন।" 









একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন