1000 সাবস্ক্রাইবারস ছাড়া কমিউনিটি ট্যাব পাওয়ার সহজ উপায় হচ্ছে !
প্রথমে, প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড দিবেন এক এক করে 6 মাস।
তবে ভিডিও এর কোয়ালিটি মোটামুটি ভালো হতে হবে ও মানুষের উপকারে আসতে হবে আবার নতুন কিছু নিয়ে ভিডিওগুলো তৈরি করতে হবে।
ভালো মানের থাম্বনেইল ছাড়া ভিউস পাওয়া মোটামুটি অসম্ভব !
আর একটি কথা মনে রাখবেন - কন্টেন্ট ভালো ও নিজের কন্টেন্ট দিবেন । কোন প্রকার কপি করা যাবে না । মানে, আরেক জনের ভিডিও আপনি ছাড়বেন না । তাতে কপিরাইট ক্লাইম খাবেন । এতে করে আপনার চ্যানেল স্টাইক আসতে পারে । ও এর পরেও যদি দেন কপি করা ভিডিও তাহলে আপনার চ্যানেল চিরদিনের মতো হারাতে পারেন ।
আর এস,ই,ও এপ্লাই ছাড়া ভিডিওতে ভিউস পাবেন খুবই অল্প।
এই কাজগুলো 6 মাস নিয়মিত করার পর আপনার চ্যানেলে অটোমেটিক কমিউনিটি ট্যাব চলে আসবে এর কারণ তখন আপনার চ্যানেল ১০০০ সাবস্ক্রাইবারস অর্জন করে ফেলবেন ইনশাআল্লাহ ☝️
আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর হলো: Impossible!
কেনো আমি এরকম করলাম ?
সরাসরি উত্তর বলে দিলে হয়তো আপনি হতাশ হয়ে পড়তেন যে কিভাবে 1000 সাবস্ক্রাইবারস ছাড়া কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারবেন!
তাই একটু ক্লিকবেইট করলাম যাতে আপনি অনুপ্রেরণা পেয়ে সফল হতে পারেন।
আমার ভুল হলে ক্ষমা করে দিয়েন!
আমার ইউটিউব লিংক - IT Farhad Hasan ।
ধন্যবাদ ।
"আরও বিষয়ে জানতে নিয়মিত সাইটটি ভিজিট করুন ও আপনার বন্ধুকে শেয়ার করুন।">=
Tags:
ইউটিউব