প্রাপকের ইনবক্সে প্রেরকের ই–মেইল ঠিকানায় থাকা নাম প্রদর্শন করে জিমেইল, যা ‘ডিসপ্লে নেম’ হিসেবে পরিচিত। এর ফলে ই–মেইল খোলার আগেই আমরা প্রেরকের নাম জানতে পারি। অনেকেই প্রাতিষ্ঠানিক কাজের জন্য নিজের নাম দিয়ে ই–মেইল পাঠাতে চান না। তবে চিন্তার কিছু নেই, জিমেইলের ডেস্কটপ সংস্করণ কাজে লাগিয়ে সহজেই প্রেরকের নাম পরিবর্তন করা যায়।
ডিসপ্লে নেম পরিবর্তনের জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে ওপরে থাকা গিয়ার আইকনে ক্লিক করতে হবে। এরপর See all settings অপশনে ক্লিক করে Accounts ট্যাব নির্বাচন করলেই নিচে থাকা Send Mail As মেনুর পাশে আপনার নামসহ ই–মেইল ঠিকানা দেখা যাবে। Edit info লিংকে ক্লিক করলেই নতুন একটি উইন্ডো খুলে যাবে। এবার Name এর নিচে ইনপুট বক্সে যে নাম দিতে চান, সেটি লিখতে হবে। লেখা শেষে নিচের Save Changes বাটনে ক্লিক করলে জিমেইলের জন্য নতুন নাম চূড়ান্ত হয়ে যাবে। এর ফলে ই–মেইল পাঠালে প্রাপকের ইনবক্সে আপনার নতুন নামটি দেখা যাবে।
ভালো লাগলে সবার সাথে পোষ্টির লিংক শেয়ার করবেন- ধন্যবাদ
Tags:
প্রযুক্তি ডেক্স