অপারেটিং সিস্টেম কি ও কিভাবে কাজ করে?

 আমরা যারা মোবাইল ও কম্পিউটার ব্যবহার করি তারা সবাই অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত। যেভাবে মোবাইল এবং ইন্টারনেট আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে ঠিক একইভাবে মোবাইল ও কম্পিউটারকে সঠিকভাবে কাজ করানোর জন্য অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। অপারেটিং সিস্টেম মোবাইল ও কম্পিউটার ধরনের ডিভাইসের জন্য অপরিহার্য একটি সিস্টেম। আমাদের শরীরে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে যেগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ করতে সাহায্য করে, যদি আমাদের শরীরের দুই একটি অঙ্গ নষ্টও হয়ে যায় তারপরও কিন্তু আমরা বেঁচে থাকি। কিন্তু যদি আমাদের শরীর থেকে আমাদের আত্মা বের করে নেওয়া হয় তাহলে কি আমরা কোনো কাজ করতে পারবো? কখনোই না।



ঠিক তেমনই ভাবে যদি মোবাইল ও কম্পিউটার ডিভাইসে অপারেটিং সিস্টেম না থাকে তাহলে সেগুলো কোনো কাজেরই থাকবে না। কম্পিউটার ও মোবাইলে বিভিন্ন হার্ডওয়্যার থাকে তা আমরা সবাই জানি, কিন্তু যদি তাতে অপারেটিং সিস্টেমই না থাকে তাহলে তা ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচিত হবে। এজন্যই অপারেটিং সিস্টেম এসব ডিভাইসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অপারেটিং সিস্টেম কি?

অপারেটিং সিস্টেমকে (Operating System) সংক্ষেপে OS বলা হয়। এটি একটি সিস্টেম সফটওয়্যার, যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে। অপারেটিং সিস্টেম এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে একটি ইন্টারফেস প্রদান করে। যার দ্বারা ব্যবহারকারী কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, আর এই অপারেটিং সিস্টেমের জন্যই ইউজারকে কম্পিউটারের ভাষা বোঝারও প্রয়োজন হয় না। কম্পিউটারকে সঠিকভাবে কাজ করানোর জন্য এবং বিভিন্ন ধরনের সফটওয়্যারকে চালানোর জন্য অপারেটিং সিস্টেমকে তৈরি করা হয়েছে। গুগল ক্রোম, ক্যালকুলেটর, ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড, গেমস ইত্যাদি অ্যাপ্লিকেশানকে চালানোর জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়, আর এই মাধ্যমই হলো অপারেটিং সিস্টেম।

অনেকগুলো ছোট ছোট প্রোগ্রামের সমন্বয়ে অপারেটিং সিস্টেম গঠিত হয়। সেগুলোকে একসাথে করে সিস্টেমের স্টোরেজ ডিভাইসে রাখা হয়। অপারেটিং সিস্টেম ব্যতিত কম্পিউটারের হার্ডওয়্যার একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না। এজন্য অপারেটিং সিস্টেম দ্বারা সৃষ্ট ইলেক্ট্রনিক সিগন্যালের দ্বারাই কম্পিউটারের হার্ডওয়্যার কাজ সম্পন্ন করতে পারে। অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝে ব্রিজের ন্যায় কাজ করে।

ইন্টারনেটে সার্চ করলে আপনি অনেক অপারেটিং সিস্টেমের নাম পেয়ে যাবেন, কিন্তু তাদের কাজ মূলত একই ধরনের হয়ে থাকে। আর তা হলো ব্যবহারকারীকে ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করানো এবং হার্ডওয়্যারকে ম্যানেজ করা। জনপ্রিয় কিছু অপারেটিং সিস্টেমের নাম- Windows OS, Linux OS, Mac OS, Android OS, iOS, Symbian OS, MS-DOS ইত্যাদি

অপারেটিং সিস্টেমের কাজ কি?

অপারেটিং সিস্টেম কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেমন- কীবোর্ড থেকে ইনপুট করা বাটনকে বোঝা, আউটপুটকে স্ক্রীনে দেখানো, হার্ডডিস্কের ফাইল ও ডিরেক্টরি ম্যানেজ করা এবং কম্পিউটারের সকল পার্টসের সাথে যোগাযোগ স্থাপন করা। এই কাজগুলো ছাড়াও অপারেটিং সিস্টেম আরো বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম সেগুলোর মধ্যে রয়েছে-

  • প্রসেসর ম্যানেজমেন্ট
  • মেমোরি ম্যানেজমেন্ট
  • ডিভাইস ম্যানেজমেন্ট
  • ফাইল ম্যানেজমেন্ট
  • সিকিউরিটি, ইত্যাদি।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন