মোবাইলে কি করে উইন্ডোজ চালাবেন-


উইন্ডোজ ফোনের তুলনায় অ্যানড্রয়েড ফোন অনেক বেশি জনপ্রিয়। কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনার ফোনে থাকলে ভালই হয়! এ বার জেনে নিন কী ভাবে আপনার অ্যানড্রয়েড ফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন। 


✓ নিজের অ্যানড্রয়েড ডিভাইসে সেটিংস্ -> ডেভেলপার অপশন-> ইউএসবি ডিবাগিং অন করুন। যদি ডেভেলপার অপশন খুঁজে না পান তাহলে ‘অ্যাবাউট ফোন’-এ গিয়ে ‘বিল্ড নম্বর’-এর উপর পর পর সাতবার ট্যাপ করুন।


✓এ বার চেঞ্জ মাই সফ্টওয়ার অ্যাপ ডাউনলোড করে ইউএসবি কেব্‌ল দিয়ে এমসেন্ট ফ্রি রিচার্জিং অ্যাপ ফর কম্পিউটার আর জেন্ডার ফাইল শেয়ারিং অ্যাপ ফর কম্পিউটার ডাউনলোড করুন।


✓এ বার অ্যানড্রয়েড-> উইন্ডোজ ৮/৮.১ অথবা এক্সপি সিলেক্ট করে নিজের ফোনে উইন্ডোজ ইনস্টল করুন। তার পর ‘কন্টিনিউ’তে ক্লিক করুন।


✓এ বার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে নিজে থেকে উইন্ডোজ ড্রাইভার ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল-এ ক্লিক করুন


✓এর পর আপনার কাছে একটি রিমুভ অ্যানড্রয়েড অপশান আসবে। আপনি যদি ফোনে ডুয়াল বুট রাখতে চান তাহলে এই অপশনটি ইগনোর করুন।


✓শেষে আপনার ফোন নিজের থেকেই রিবুট হয়ে যাবে। ব্যাস, আপনার অ্যানড্রয়েড ফোনে পেয়ে যাবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম।


তবে আমার মতে ফোনের অপারেটিং সিস্টেম না পরিবর্তন করাই ভালো। কারন, মোবাইল কম্পানি গুলো তাদের ফোনে যে অপারেটিং সিস্টেম দেন তা  গ্রাহকের ভালোর জন্যই দিয়ে থাকেন।  তবুও যদি আপনার ইচ্ছে হয় তবে ট্রাই করে দেখতে পারেন । 


"আরও বিষয়ে জানতে নিয়মিত সাইটটি ভিজিট করুন ও আপনার বন্ধুকে শেয়ার করুন।" 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন