প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ও কেন ??



 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের জন্য এক ধরনের বিশেষ ভাষা, যা মানুষের ভাষার মতো না। 
ধরুন, আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ আছে। এখন সেটা কি ভাবে চলবে সেটা ভেছেন কি !
ঠিক বলেছেন, কি-বোর্ড এর মাধ্যমে, কিন্তু কি - বোর্ডের মাধ্যমে কি করে করবে সে কাজ!!


এখন বলি - যে ভাষা গুলো কম্পিউটার বা অন্যান্য যে ইলেক্ট্রনিক সকল ডিভাইজ কে মানুষ ব্যবহার করার জন্য সংকেত দেয়- এই সাংকেতিক ভাষাকেই মূলত কম্পিউটার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে।
 

এখন বলতে পারেন কেন প্রোগ্রামিং ভাষা!!

আসলে মানুষের উপকারের জন্য যে সকল ইলেক্ট্রনিক ডিভাইসকে তৈরি করা হয়েছে তা পরিচালনা করার জন্যই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । আর এখন তো এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে । এখন শিক্ষা ক্ষেত্রেও এই ভাষা ব্যবহার করা হচ্ছে । 


ধন্যবাদ! 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন