কম্পিউটার থেকে কোন ফাইল পুরোপুরি ভাবে মুছে ফেলার উপায় কি ?

যখন কোন ফাইল কম্পিউটার হার্ডডিক্স বা মোবাইল মেমরি কার্ড থেকে ডিলেট করা হয় তখন তা পুরুপুরি ভাবে ডিলেট হয় না। 

ধরুন, আপনার কম্পিউটার থেকে একটি ওয়ার্ড ফাইল আপনি মাউজ দিয়ে রাইট ক্লিক করে ডিলেট অপশন থেকে ডিলেট করলেন কিন্তু সেটি Recycle Bin এ চলে যায়, আপনি আবার সেখান থেকে রাইট ক্লিক করে আপনি তা  ডিলেট করে দিলেন । 
কি মনে হয় আপনার ? ফাইলটি কি পুরোপুরি ভাবে ডিলেট হয়েছে?? এর উত্তর হলো - না । 
হতে পারে কম্পিউটার থেকে ডিলেট করা ফাইলটি সরাসরি Access করা যাবে না। কিন্তু তার পরেও আপনার ফাইলটি কম্পিউটারের  মেমোরিতে রয়েছে । 



উত্তরের পরের অংশে যাওয়ার আগে চলুন পয়েন্টার সম্পর্কে জেনে নেয়া যাক । 

যারা কম্পিউটার প্রগ্রামিং ল্যাংগুয়েজ জানেন তারা পয়েন্টার সম্পর্কে ভালো ভাবে বুঝেন , আর যারা একেবারেই বুঝেন না তারা জেনে রাখুন, যখন নাকি কম্পিউটারে কোন ফাইল সেভ করার হয় তখন সেটা কম্পিউটার বাইনারীতে মানে (0 - 1) রূপান্তরিত করে ফেলে এবং তা হার্ডডিক্সের কোন এক জায়গায় তা সংরক্ষন করে ফেলে এবং তার সাথে সাথে একটি ডিজিটাল এ্যাড্রেসও যুক্ত করে। এই ডিজিটাল এ্যাড্রেসকেই পয়েন্টার বলা হয়!

যখন আমরা ফাইলটি এক্সেস করার জন্য কী-বোর্ড বা মাউজ বাটনে ক্লিক করি তখন কম্পিউটার ফাইলের সাথে যুক্ত থাকা এ্যাড্রেসে গিয়ে সেভ করা  ফাইল আমাদের সামনে তুলে ধরে। 

এবার ফিরে আসি  আমার উত্তরের অংশে -

যখন কম্পিউটারের কোন ফাইল ডিলেট করা হয় তখন  কম্পিটাউটার পয়েন্টর বা এক্সেসটি ডিলেট করে ফেলে  বা মুছে ফেলে এবং হার্ডডিক্স মেমোরির   সেই অংশে ফ্রী স্পেস বা শূন্যস্থানে পরিনিত করে । মেমোরী বা হার্ডডিক্সে ইনফরফেশন তখনও থেকে যায়। 

কিন্তু এমন অবস্থায় ফাইলটি "ফাইল রিকোভারী সফটওয়ার" দিয়ে খুজে পাওয়া যেতে পারে।

তার মানে কি কম্পিউটার হার্ডডিক্স থেকে পুরোপুরি ভাবে কোন কিছু মুছে ফেলা যায় না??

যায়, আমরা অনেক সময় মুভিতে দেখে থাকি কোন কম্পিউটার থেকে ডেটা একেবারে নষ্ট করে ফেলতে বা চুরি করে নিয়ে যেতে, কিন্তু এমনকি কোন উপায় নেই যেখানে হার্ডডিক্স না ভেঙ্গে ডেটা মুছে ফেলা যায়? 

উত্তর "হ্যা", কিন্তু কিভাবে সম্ভব তা ??

"ফাইল-শ্রেডিং" সফটওয়্যার ব্যবহার করলে যে কোন ফাইলের ডেটা মুছে ফেলা যায় খুব সহজে। নিচে কিছু ফাইল শ্রেডিং সফটওয়্যার এর নাম দেয়া হলো - 

তবে সাবধান, ফ্রী সফটওয়্যার গুলো অনেক সময় ভাইরাসে ভরা থাকে, 

তবে সব যে ভাইরাস তা কিন্তু নয়। 

যেহেতু আমি এখনো "ফাইল শ্রেডিং" সফটওয়্যার ব্যবহার করিনি তাই কোন অভিজ্ঞতা নেই আমার কোনটা ভালো হবে । তবে যেগুলো সর্বচ্চো মানের সেগুলো দেয়ার চেস্টা করেছি। 


  • File Shredder
  • Hardwipe
  • Blancco File Eraser
  • Disk Wipe 
  • Freeraser




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন