মাত্র ১৫ বছর আগে, মানুষ মাঝে মাঝে ইন্টারনেট জিনিসটা ব্যাবহার করতো। এখন সবসময় ব্যাবহার করে। স্মার্টফোনে ২৪ ঘন্টাই ইন্টারনেট সংযোগ থাকে। মজার ব্যাপার, সারাদিন ইন্টারনেট ব্যাবহার করলেও, "ইন্টারনেট কি জিনিস" সেটা বেশিরভাগ মানুষই বলতে পারবে না।
ইন্টারনেট হলো বিশ্বব্যাপী কম্পিউটারের একটি নেটওয়ার্ক
বিশ্বে সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ - যুক্তরাষ্ট্র। কম্পিউটার যন্ত্রটাও যুক্তরাস্ট্রে আবিস্কার হয়েছে। যুক্তরাস্ট্রের সামরিক বাহিনী বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ছড়িয়ে থাকে। তাদের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য, বিশ্বব্যাপী তাদের একটি কম্পিউটার নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্ক ব্যাবহার করে, আমেরিকার সামরিক বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী ছড়িয়ে থেকেও একইসাথে কাজ করতে পারে।
অনেক বছর এমন করার পরে, আমেরিকার মনে হলো, সাধারন জনগনের জন্য এমন একটা ব্যাবস্থা করলে, খুব ভালো হবে। তখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, সাধারন মানুষের জন্য বিশ্বব্যাপী একটি কম্পিউটার নেটওয়ার্ক বানানো হলো। সেই নেটওয়ার্কটাই আপনাদের ইন্টারনেট।
আপনি রাশিয়ার ভবিষ্যত নিজস্ব ইন্টারনেট নিয়ে চিন্তিত। অথচ, আপনাদের ইন্টারনেটের জন্মের আগে থেকেই, আমেরিকার নিজস্ব ইন্টারনেট রয়েছে।
Tags:
নেটওয়ার্ক