কিভাবে মোবাইল স্কীন কম্পিউটার মনিটরে দেখানো যায়?

 আসসালামু আলাইকুম, 

আমার প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা নতুন কিছু জানাতে চাই।  তা হলো 'কিভাবে মোবাইল স্কিন কম্পিউটার স্কীনে দেখানো যেতে পারে'। 

তো চলুন শুরু করা যাক, 

আমরা অনেকে লক্ষ করে থাকি মোবাইল স্কীন সহ অনেকে ভিডিও করে বা মোবাইল স্কীন নিজের ভিডিওর সাথে এ্যাড করে ভিডিও পোষ্ট দেয়। অথচ সময়ের দিকে খেয়াল করে দেখলে সব কিছু একই টাইমে। কোন রকম আগে পরে নাই। মানে, যখন মোবাইল স্কীন দেখানোর দরকার তখন তারা সেটাই করে আর অন্য দিকে তার নিজের ভিডিও রেকর্ড করা হচ্ছে। সেটাই জানাবো আমি আপনাদেরকে- 

বিষয়টা অনেক উপকারে লাগতে পারে- এর জন্য কিছু অপশন চালু করতে হবে আপনার মোবাইলের । 

Android USB Debugging
USB Debugging

প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে যান। সেখান থেকে উপরে সার্চ বারে লেখুন 'Build Number' এর পরে তাতে ক্লিক করুন, এখন আপনাকে পরের পৃষ্ঠাতে নিয়ে যাবে। সেখানে 'Build Number' এর উপর তিন চারবার দ্রুত ক্লিক করতে হবে। এখন সেখানে দেখা যাবে আপনার মোবাইলে যে সিকোরিটি ইউস করছেন তা হতে পারে প্যাটাম , বা পাসওয়ার্ড। এখানে আরো একটা কথা বলে রাখা ভালো। এই সিকোরিটির মাঝে আপনার কোন রকম সেন্সর কাজ করবেনা, যেমন ফিঙ্গার প্রীন্ট বা ফেইস লকের মতো আরো কিছু লক যদি থাকে। প্যাটাম বা পাসওয়ার্ড দেয়ার পর সেখানে নিচের দিকে একটি 'Developer Mode Has Been Enabled' লেখা ভেসে উঠিবে। এর পর আপনাকে সেখান থেকে ব্যাক করে সেটিংয়ে এসে আবার সার্চ বারে গিয়ে লিখতে হবে 'Developer Mode' এবার সার্চ করে 'Developer Option' নামে একটা লেখা পাবেন, সেখানে ক্লিক করুন। সেখানে একটু নিচের দিকে দেখতে পারবেন 'USB Degging' সেটা অন করে দিন । এটা তো গেলো মোবাইলের কাজ। 

USB Debugging


এখন আপনি আপনার মোবাইলের যে চার্জিং ডাটা ক্যাবল তা দিয়ে কম্পিউটারের সাথে যুক্ত করুন মানে মোবাইল আর কম্পিউটার কানেক্ট করুন। 

এখন আসি কম্পিউটারে কি কি করা লাগবে তাতেঃ- 

কম্পিউটারে বেশি কিছু করতে হবে না শুধু একটা জিপ ফাইল ডাউনলোড করুন >> ডাউনলোড করতে 👉👉  ক্লিক করুন 

তারপর তা যে ড্রাইভে উইন্ডোজ ইনিস্টল করেছেন(C Drive) এ আনজিপ করুন। 

এরপর সেখানে দেখুন 'Mirror.bat' ফাইলে ডাবল ক্লিক করুন।

এখন দেখুন  আপনি মোবাইলে যা করছেন কম্পিউটার মনিটরে তা দেখাচ্ছে।

এভাবে আপনি চাইলে ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ড ও মোবাইল স্কীন একসাথে করতে পারেন।


 

Mobile to computer USB Debugging

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশাকরি উপকৃত হয়েছেন।  আরো নতুন কিছু জানতে নিয়মিত ভিজিট করুন এই সাইটটি। www.itfarhadhasan.xyz 





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন