আসসালামু আলাইকুম,
আশা করি অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা।
আজ আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো।
আলোচনার টপিক হচ্ছে - অনলাইনে আয় নিয়ে কিছু তথ্য ও কি কি উপায়ে আয় করা যায়। তো চলুন শুরু করা যাক-
শুরুতে কিছু কথা বলে নেই,
অনলাইনে কাজ করা বা নিজের ইচ্ছেমতো স্বাধীনভাবে কাজ করাকে ফ্রী-ল্যান্সিং বলে।
অনলাইনে আয় 😳😮 মানে কি, আপনি কি অনলাইনে আসলেই আয় করতে পারবেন ??
আমি বলবো - না। তাহলে ?🤔
অনলাইন মানেই যে আয় করা যায় তা কিন্তু নয়, আসলে কোন কিছু করতে গেলে তো পরিশ্রম করতে হবে। এখানেও ঠিক তাই। আগে আপনাকে কোন একটা বিষয়ে দক্ষ হতে হবে, ঐ যে বললাম পরিশ্রম এই পরিশ্রমই হলো কোন কাজে আপনাকে দক্ষ হতে হবে ধিরে ধিরে। আর এর জন্য চাই অনেক পরিমান ধৈর্য্য ও ইচ্ছে শক্তি । এবং যে কোন একটি বিষয়ের উপর তা হতে হবে চলমান আপডেট।
কেন আপডেট??
আসলে কথা হচ্ছে মানুষ স্বভাবতই নিত্যনতুন চায়। এক জিনিস আর কত ভালো লাগে আপনিই বলেন, তাই আপনাকে যুগের সাথে তাল মিলাতে হবে ও নিজেকে আপডেট করতে হবে। তা নাহলে মানুষ আপনাকে ছুড়ে ফেলে দেবে। এই জন্য নিজের কাজকে আরো এগিয়ে নতুন করে কাজটা আপডেট মানে সাজাতে হবে।
Skill-OnlineIncome |
আয় কিভাবে করবেন-
অনেক ভাবেই আয় করা যায় অনলাইন থেকে। ফেসবুক, ইউটিউব, গুগল ব্লগার , ওয়েব ডেভলেমেন্ট, গ্রাফিক্স ডিজাইন আরো অনেক উপায় আছে যা করে অনলাইন থেকে আয় করা যায়।
আমাদের টাকা উপার্জনের জন্য আমরা উপরের যে কোন কাজই করতে পারি তবে তা আমাদের সুবিধা মতো যে কোন বিষয় অভিজ্ঞ হতে হবে।
ভাবছেন কিভাবে অভিজ্ঞ হবেন -
এই বিষয় বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি তেমন কিছু বলবো না।
শুধু বলবো আপনি যে বিষয়ে অভিজ্ঞ হতে চান তা ভালো করে প্রেক্টিস করবেন।
ভালো করে বিষয় গুলো মনোযোগ দিয়ে বুঝবেন। আর ভালো লেখা বা ভিডিও দেখে তা নিয়ে প্রেক্টিস করবেন তাহলে খুব তারাতাড়ি সাফল্য পাবেন।
এখন প্রশ্ন হতে পারে,
ফ্রীল্যান্সিং এ কি কি কাজ করা যায়?
ফ্রীল্যান্সিং এ অনেক ধরনের কাজ আছে। যেমনঃ ডেটা এন্ট্রি, গ্রফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, লেখা-লেখি, টাইপিং, ইমেজ ইডিটিং, প্রেজেন্টেশন তৈরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও মার্কেটিং, ই-মেইল মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং এমন আরো অনেক বিষয় আছে। আপনাকে শুধু পছন্দ মতো যেকোন বিষয় অভিজ্ঞ হয়ে কাজ করতে হবে।
Work-OnlineIncome |
কোথা থেকে আপনি অভিজ্ঞ হতে পারেন ও এর জন্য কি আলাদা কোন টাকা লাগবে ?
আমি বলবো আপনি যদি নিজে নিজে শিখতে চান তবে আপনার জন্য সব থেকে বড় মাধ্যম হতে পারে - ইউটিউব ও গুগল সার্চ। এর বাইরেও আপনি কিছু প্রী কোর্স পাবেন, যেগুলো টাকা দিয়ে কিনে নিতে হবে। আপনি যদি চান সেখান থেকেও শিখতে পারেন।
দেখুন, টাকা ছাড়া আজ কাল কিছুই হয় না। তার পরেও আমি বলবো না, তবে আপনি টাকা ছাড়া কি করে অনলাইনে আসবেন যদি মোবাইলে এমবি না থাকে বা কম্পিউটারে ডাটাকানেক্ট না থাকে??
এ জন্য প্রথমে আপনার কাজ শিখার জন্য টাকা লাগিবে , এটা বলতে গেলে আপনি ফ্রিতেই পাচ্ছেন। কারো কোন সাহায্যের দরকার নেই।
আমাদের দেশে অনেক বেকার ছেলে মেয়ে এই সব কাজ করে নিজেকে স্বাবলম্বি করে তুলেছে। ও দেশের অর্থনিতির চাকা অনেক পরিবর্তন করে তুলছে।
আজ এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোন টপিক নিয়ে। সকলকে ধন্যবাদ।